Stock Market Update: সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স পেরোল ৬০ হাজার, নিফটি প্রায় ১৮,০০০
Stock Market Update:এদিন বাজার খুলতেই সেনসেক্স ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। সেনসেক্স ৪৩৮.১০ পয়েন্ট অর্থাৎ ০.৭৩ শতাংশ বেড়ে ৬০ হাজার ১৮২.৭৫-এ লেনদেন শুরু হয়। নিফটি খোলে ১৭ হাজার ৯১৩ পয়েন্টে।
Stock Market Opening: সপ্তাহের প্রথম দিনের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার। বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি-তে দিনের শুরুতেই লেনদেনে সবুজ সঙ্কেত। আইটি শেয়ারগুলি ঊর্ধ্বমুখী। আর এর হাত ধরেই সূচকের উড়ান জারি রয়েছে।
এদিন বাজার খুলতেই সেনসেক্স ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। সেনসেক্স ৪৩৮.১০ পয়েন্ট অর্থাৎ ০.৭৩ শতাংশ বেড়ে ৬০ হাজার ১৮২.৭৫-এ লেনদেন শুরু হয়। এনএসই-র নিফটি খোলে ১৭ হাজার ৯১৩ পয়েন্টে।
নিফটি-র শেয়ারের পরিস্থিতি
নিফটির শেয়ারগুলির দিকে তাকালে দেখা যাবে যে, এর ৩৪ শেয়ার বৃদ্ধির সবুজ সঙ্গে লেনদেন হচ্ছে। তবে ১৬ টি শেয়ার নিম্নমুখী রয়েছে। আজ ১৭ হাজার ৯১৩ পয়েন্টে বাজার খোলার পর নিফটি আধ ঘণ্টার মধ্যে ১০০ পয়েন্ট বৃদ্ধি দেখা যায়।
বাজারে সবচেয়ে বেশি লাভবান যে শেয়ারগুলি
আজ বাজারে সবচেয়ে বেশি লাভ মিলেছে যে শেয়ারগুলির, সেগুলির মধ্যে মারুতির শেয়ার ২.৮২ শতাংশ বেড়েছে, আইটিসি-র শেয়ার বেড়েছে ২.৪৫ শতাংশ। হিরো মোটোকর্প ২.২৯ শতাংশ বৃদ্ধি সহ লেনদেন শুরু করে। ইউপিএলে ১.৪০ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন শুরু হয়। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারও ১.৩২ শতাংশ বেড়েছে।
নিফটিতে যে শেয়ারগুলির পতন হয়েছে
আজ উইপ্রো-র শেয়ার ২.২৫ শতাংশ কমে লেনদেন শুরু করে। এশিয়ান পেন্টসের শেয়ার পড়ে ০.৬৬ শতাংশ। এইচসিএল টেক ০.৫২ শতাংশ কমে লেনদেন শুরু করে। টেক মাহিন্দ্রা ০.৪৯ শতাংশ ও শ্রী সিমেন্ট ০.৪৬ শতাংশ কমে লেনদেন শুরু করে।
সেক্টোরিয়াল ইনডেক্সের পরিস্থিতি
ব্যাঙ্ক নিফটিতে আজ বেশ ভালো উত্থান দেখা গিয়েছে। ব্যাঙ্ক নিফটির সমস্ত ১২ শেয়ারই তেজি দেখা গিয়েছে। ব্যাঙ্ক নিফটি ৩৮২.৯০ পয়েন্ট বা ১.০১ শতাংশ বৃদ্ধি সহ ৩৮,১২২ এর স্তরে পৌঁছয়। মিডিয়া সেক্টরে ১.৭৬ শতাংশ উত্থান রিয়েলটি সেক্টরে দেখা গিয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সেক্টরে ১.৬৪ শতাংশ উত্থান সহ লেনদেন শুরু হয়।
প্রি-ওপেনিংয়ে আজ সেনসেক্স ৬০ হাজার পয়েন্ট পেরিয়ে যায়। সকাল ৯.১০ টায় সেনসেক্স ০.৫৫ শতাংশ বেড়ে ৬০,০৭০-তে কারবার শুরু করে।