Stock Market: শিবরাত্রির দিনে বাজার কি খোলা ? কী হবে কাল ?
Stock Market India: আগামীকাল শুক্রবার ইকুইটি, ইকুইটি ডেরিভেটিভ এবং এসএলবি সেগমেন্টে কোনও কার্যক্রম হবে না। কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টও এদিন শুক্রবার বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।
Stock Market Holiday: আগামীকাল ৮ মার্চ শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ট্রেডিং বন্ধ থাকবে। ২০২৪ সালের স্টক মার্কেটের ছুটির দিনের তালিকা অনুযায়ী এদিন মহাশিবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে বাজার। সারা দেশ মেতে উঠবে মহাশিবরাত্রির উৎসবে। তবে শেয়ার বাজার বন্ধ থাকলেও কমোডিটি মার্কেট সকালের সেশনে বন্ধ, কিন্তু ফের বিকেল ৫টা থেকে খোলা থাকবে বলেই জানা গিয়েছে।
বন্ধ থাকবে মার্কেট
অর্থাৎ আগামীকাল শুক্রবার ইকুইটি, ইকুইটি ডেরিভেটিভ এবং এসএলবি সেগমেন্টে কোনও কার্যক্রম হবে না। কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টও এদিন শুক্রবার বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। কমোডিটি মার্কেট খোলা থাকবে বিকেল ৫টা থেকে ১১.৫৫ পর্যন্ত। এর ফলে এই সপ্তাহের শেষ তিনদিন অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার কোনও কেনাবেচা করতে পারবেন না বিনিয়োগকারীরা।
মোটামুটিভাবে প্রতি মাসে ২৩-২৪ দিন খোলা থাকে শেয়ার বাজার। তবে মার্চ মাসে ২০২৪ সালে ১২ দিন বন্ধ থাকার কথা জানা গিয়েছিল আগে, একদিন অতিরিক্ত স্পেশাল ট্রেডিং সেশন হয় বাজারে। এই মাসে মোট ২০ দিনের কেনাবেচা হয় ট্রেডারদের মধ্যে।
স্টক মার্কেটের ছুটির দিনের তালিকা
এই মার্চ মাসেই আগামীতে মহাশিবরাত্রি ছাড়াও দোলযাত্রা ও গুড ফ্রাইডে উপলক্ষ্যে বাজার বন্ধ থাকবে। ২৫ মার্চ ও ২৯ মার্চ বন্ধ থাকবে বাজার। খেয়াল করলে দেখা যাবে ২০২৪ সালে স্টক মার্কেটের ছুটির দিনের তালিকায় এই মহাশিবরাত্রির ছুটিটা দ্বিতীয় ছুটির দিন। এর আগে জানুয়ারি মাসে ২৬ তারিখে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বন্ধ ছিল বাজার। ফেব্রুয়ারি মাসে কোনও ছুটির দিন ছিল না। তবে এর আগে জানুয়ারি মাসে আরও একদিন বন্ধ ছিল বাজার। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার দিন বন্ধ ছিল বাজার, তবে তাঁর পরিবর্তে ২০ জানুয়ারি বিশেষ নির্দেশিকা জারি করে খোলা হয় বাজার।
এপ্রিল মাসে কবে বন্ধ থাকবে বাজার
তারপর মার্চ মাসের ২ তারিখে একটি বিশেষ লাইভ ট্রেডিং সেশনও আয়োজিত হয়। মার্চের পর এপ্রিল মাসে আছে দুটি ছুটির দিন। আগামী ১১ ও ১৭ এপ্রিল বন্ধ থাকবে স্টক মার্কেট। ১১ এপ্রিল রয়েছে ঈদ-উল-ফিতর এবং ১৭ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে ছুটি থাকবে বাজারে।
আরও পড়ুন: Mukka Proteins IPO: লিস্টিংয়েই দারুণ সাড়া এই শেয়ারে, ৫৭ শতাংশ বাড়ল দাম- আপনার কেনা আছে ?