![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Stocks to Buy: সূচক বাড়বে নাকি আজও পতনের ইঙ্গিত? এই স্টকে থাকুক নজর
Indian Stock Market:মঙ্গলবার বাজার শেষে নিফটি ৯০ পয়েন্ট নীচে নেমে ২০৯০৬ স্তরে শেষ করেছে। আজ কী হবে?
![Stocks to Buy: সূচক বাড়বে নাকি আজও পতনের ইঙ্গিত? এই স্টকে থাকুক নজর stocks to buy or Sell today for intraday trading stocks to trade on 13 december indian stock market bse sensex nse nifty 50 bank nifty update Stocks to Buy: সূচক বাড়বে নাকি আজও পতনের ইঙ্গিত? এই স্টকে থাকুক নজর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/13/6b097c2625674afee6e046c0ae7f666a1702436982886385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বেশ কিছুদিন টানা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভারতীয় স্টক মার্কেট। কিন্তু মঙ্গলবার অন্য ছবি দেখা গিয়েছে। আমেরিকার মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য (US inflation Data) এবং Fed Meeting- সংক্রান্ত তথ্য এই সপ্তাহেই সামনে আসবে, তার আগে বাজারে বিনিয়োগ করা নিয়ে একটা শঙ্কা কাজ করছে। সেই কারণেই হয়তো মঙ্গলবার ভারতীয় স্টক মার্কেটে গত ২ দিনের ছবিটা উল্টে নীচে নেমে শেষ করেছে সূচক।
মঙ্গলবার বাজার শেষে নিফটি ৯০ পয়েন্ট নীচে নেমে ২০৯০৬ স্তরে শেষ করেছে। গতকাল Sensex-ও নেমেছিল ৩৭৭ পয়েন্ট, শেষ করেছিল ৬৯৫৫১ পয়েন্টে। পড়ে গিয়েছিল ব্যাঙ্ক নিফটিও (Bank Nifty), ২১৬ পয়েন্ট নেমে শেষ করেছিল ৪৭০৯৭ স্তরে।
বিশেষজ্ঞরা সামগ্রিকভাবে ভারতীয় শেয়ার বাজার নিয়ে এখনই কোনও উদ্বেগের কারণ দেখছেন না। তবে Nifty 50 সূচকের ইমিডিয়েট সাপোর্ট এখন থাকবে ২০৮৫০ স্তরে। এই সূচক উপরে উঠতে গেলে ২১১০০-এর স্তর ভাঙতে হবেই বলে মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন নিফটি ২১০০০ স্তরে শক্তিশালী রেজিস্ট্যান্স দিচ্ছে, গতকাল ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে (Intraday Trading) কিছুমাত্রায় বিনিয়োগকারীরা লাভ তুলেছেন (Profit Booking), যার জন্যল ২০৮৫০ স্তরে নিফটি সূচক নেমে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২১০০০-এর স্তর পেরিয়ে গেলে তারপর নিফটি ২১৮০০-২১৯০০ স্তর ছুঁতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার বাজারের জন্য Nifty 50-তে ইমিডিয়েট সাপোর্ট ২০৮৫০ স্তরে দেখা যাবে, রেজিস্ট্যান্স দেখা যাবে ২১০৫০ স্তরে। এদিন Bank Nifty-এর দৈনিক রেঞ্জ থাকতে পারে ৪৬৭০০ থেকে ৪৭৫০০-তে।
আজ কোন কোন স্টকে নজর?
Confidence Petroleum: ৯৪.৭৫ টাকা। বিক্রি:৯৮ টাকা। স্টপ লস: ৯২.৫০ টাকা
Welspun Corp: ৫৪৬.৩০ টাকা। বিক্রি:৫৭০ টাকা। স্টপ লস: ৫৩৮ টাকা
GSFC: কেনা: ২২৯ টাকা। বিক্রি: ২৩৯ টাকা। স্টপ লস: ২২৫ টাকা
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আজ কোথায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেল? দাম বাড়ল কোন কোন শহরে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)