Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় আরও সুদ, মোদি সরকারের নববর্ষের উপহার ! 'পিপিএফ' নিয়ে কী সিদ্ধান্ত ?
Small Savings Scheme: 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য প্রকল্পের সুদের হার 8 শতাংশ থেকে আরও বৃদ্ধি করা হয়েছে।
Investment: নতুন বছর সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojna) বিনিয়োগকারীদের (Investment) বড় উপহার দিল মোদি সরকার (Modi Govt)। 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রকল্পের সুদের হার (Interest Rates) 8 শতাংশ থেকে 8.2 শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া ৩ বছরের মেয়াদি আমানতের সুদ ৭ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। তবে অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। বিশেষ করে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অর্থাৎ পিপিএফ-এর বিনিয়োগকারীরা আবারও হতাশ হয়েছেন।
দ্বিতীয়বার সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদ বাড়ল
অর্থ মন্ত্রকের (Finance Ministry) অর্থনৈতিক বিষয়ক বিভাগ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2023-24 সালের চতুর্থ ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করেছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য পরিচালিত এই প্রকল্পের সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে। এর আগেও, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে 7.6 শতাংশ থেকে 8 শতাংশে উন্নীত হয়েছিল। অর্থাৎ চলতি অর্থবছরে সরকার এই প্রকল্পের সুদের হার ০.৬ শতাংশ বাড়িয়েছে।
এই প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন হয়নি
অর্থ মন্ত্রকের সার্কুলার অনুসারে, 1 জানুয়ারী, 2024 থেকে 31 মার্চ, 2024 পর্যন্ত সঞ্চয় আমানতের উপর 4 শতাংশ সুদ অর্জিত হবে। 1 বছরের আমানতে 6.9 শতাংশ সুদ পাওয়া যাবে, 2 বছরের মেয়াদী আমানতে 7 শতাংশ সুদ পাওয়া যাবে এবং 5 বছরের ডিপোজিট 7.5 শতাংশ সুদ পাবে। 5 বছরের পুনরাবৃত্ত আমানতের উপর 6.7 শতাংশ সুদ বজায় রাখা হয়েছে।
জাতীয় সঞ্চয়পত্রের (National Savings Certificates) সুদের হার ৭ দশমিক ৭ শতাংশে বহাল রাখা হয়েছে। কিষাণ বিকাশ পত্রের (Kisan Vikas Patra) বিনিয়োগকারীরা 7.5 শতাংশ সুদ পাবেন এবং 115 মাসে মেয়াদ পূর্ণ হবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই ত্রৈমাসিকে 8.2 শতাংশ সুদ পাবে। পোস্ট অফিস মাসিক আয় অ্যাকাউন্ট স্কিমে বিনিয়োগ করলে 7.4 শতাংশ সুদ পাওয়া যাবে।
পিপিএফ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা
পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানো হয়নি এবং এতে বিনিয়োগকারী বিনিয়োগকারীরা মাত্র ৭.১ শতাংশ সুদ পাবেন। এপ্রিল 2020 থেকে পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
সেভিংস ডিপোজিট : 4 শতাংশ
1-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 6.9 শতাংশ
2-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.0 শতাংশ
3-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.1 শতাংশ আগে ছিল 7.0 শতাংশ
5-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.5 শতাংশ
5-বছরের রেকারিং ডিপোজিট: 6.7 শতাংশ (6.5 শতাংশ আগে)
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): 7.7 শতাংশ
কিষাণ বিকাশ পত্র: 7.5 শতাংশ (115 মাসে ম্যাচিওর হবে)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: 7.1 শতাংশ
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: 8.0 শতাংশ থেকে হয়েছে 8.2 শতাংশ সুদ
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: 8.2 শতাংশ
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট : 7.4 শতাংশ।