Suzlon Energy Shares: ৭ লক্ষের বিনিয়োগ ১ বছরে ২৮ লক্ষ! ম্যাজিক দেখাল কোন শেয়ার?
Stock Market Trend:এদিন- একদিনে প্রায় পাঁচ শতাংশ বেড়েছে এই শেয়ারের দর
নয়াদিল্লি: ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) আজ প্রথম থেকেই ধাক্কা এসেছে। দিনের মাঝে একসময় প্রায় পাঁচশো পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স (Sensex), শেষদিকে কিছুটা বেড়ে ২৮৬.০৬ পয়েন্টে শেষ করেছে সেনসেক্স। ব্য়াঙ্ক নিফটির (Bank Nifty) অবস্থাও তথৈবচ। ৪৩৫ পয়েন্ট নেমে আজ দৌড় শেষ করেছে ব্যাঙ্ক নিফটি। এই বাজারেও আজ বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে Suzlon Energy
এদিন- একদিনে প্রায় পাঁচ শতাংশ বেড়েছে Suzlon Energy- এর শেয়ারের দর। এদিন পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে কাজ করা Suzlon Energy- এর শেয়ারের দাম বেড়েছে ৪.৯৫ শতাংশ। বাজার খোলার একটু পরেই এই শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৮.৪০ টাকা। তারপরে বাজার বন্ধের সময় সামান্যই কমেছে- যদিও ২৮ টাকার উপরেই ছিল শেয়ার দর। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শেয়ার দর।
বেশ কিছুদিন দরেই ক্রমশ বৃদ্ধি হচ্ছিল এই সংস্থার শেয়ার দরে (Share Price)। এর আগেও একবার ৫২ সপ্তাহে সর্বোচ্চ হয়েছিল (52 Week High)Suzlon Energy- এর শেয়ার। চলতি বছরের ৩১ অগাস্ট ২৭ টাকায় দাঁড়িয়েছিল এই শেয়ার। এবার সেটাও পেরিয়ে গেল। ২০২২ সালের অক্টোবরে সবচেয়ে নীচে গিয়েছিল এই শেয়ারের দাম- প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছিল ৬ টাকা ৬০ পয়সা। এদিন Intraday হাই ছিল ২৮.৩৯ টাকা, Intraday লো ছিল ২৭.১১ টাকা।
এদিনের শেয়ারের দর বৃদ্ধির কারণে Suzlon Energy- এর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৩০৪ কোটি টাকা। ভারতীয় বহুজাতিক এই সংস্থা টার্বাইন তৈরি করে। পুনেতে এর হেডকোয়ার্টার। পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে কাজ করে এই সংস্থা।
টেকনিক্যাল টার্ম অনুযায়ী, এই স্টকের Relative Strength Index দাঁড়িয়ে রয়েছে ৬৮.৯-এ। ফলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সংস্থার শেয়ার এমন জ়োনে ট্রেড করছে যেটা Overbought বা Oversold জ়োন না। ৫ দিন, ১০ দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজে (Moving Average) -যা ছিল তার চেয়ে বেশি ট্রেডিং হচ্ছে Suzlon Energy-এর শেয়ার।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: এই কাজটি না করলে বন্ধ হবে ডেবিট কার্ড! শেষদিন কবে?