Swiggy Layoffs: এবার কর্মী ছাঁটাই সুইগিতেও, একধাক্কায় চাকরি খোয়াচ্ছেন ৩৮০ জন
Swiggy: সম্প্রতি ভারতীয় সংস্থা সুইগি ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই ছাঁটাই করা হচ্ছে।
Swiggy Layoffs: বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাইয়ের (Layoffs) হাওয়া। বড় বড় প্রযুক্তি সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এই তালিকায় রয়েছে একাধিক মার্কিন কোম্পানি। সেই ফলে নাম লিখিয়েছে ভারতীয় সংস্থাও। সম্প্রতি ভারতীয় সংস্থা সুইগি (Swiggy) ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই ছাঁটাই করা হচ্ছে। সুইগি- র সিইও শ্রীহর্ষ ঘোষণা করেছেন যে সুইগি সংস্থা তাদের অ্যাপে meat marketplace বন্ধ করে দেবে। কারণ বাজারে খুব একটা ভাল জায়গা তৈরি করতে পারেনি এই meat marketplace। তবে সুই অ্যাপের মাধ্যমে ইন্সটা স্মার্ট পদ্ধতিতে মাংস ডেলিভারি পাওয়া যাবে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে কর্মীদের জানানোর পর যাঁরা চাকরি খোয়াবেন, তাঁদের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে কোম্পানি। ভারতে আরও বেশ কয়েকটি সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় রয়েছে ডুনজো, শেয়ারচ্যাট, মিশো- এইসব জনপ্রিয় অ্যাপ। অর্থাৎ এইসব অ্যাপের যে পেরেন্ট অর্গানাইজেশন তারা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে।
গুগলেও কর্মী ছাঁটাই
ট্যুইটার, মেটা এবং মাইক্রসফটের পর এবার গুগল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে এই সংস্থাতেও। সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন সিইও সুন্দর পিচাই। টেক জায়ান্ট গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে। গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। সেখানে জানানো হয়েছে, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে। এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন তাঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি।তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন সিইও সুন্দর পিচাই।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কমবে না গুণমান, আসছে নতুন ফিচার