Swiggy IPO: আগামী মাসেই বাজারে আসতে পারে সুইগির আইপিও ! বিনিয়োগে মুনাফা হবে ?
Upcoming IPO: সুইগি তাঁর আইপিওর মাধ্যমে আপার প্রাইসব্যান্ডের হিসেবে বাজার থেকে ১১.৩ মিলিয়ন ডলার সংগ্রহ করতে চলেছে। আর এই ইস্যুর মধ্যে মোট ৪৫০০ কোটি টাকা থাকবে প্রাইমারি কম্পোনেন্ট হিসেবে।
IPO News: বহুদিন ধরেই জল্পনা চলছে সুইগির আইপিওকে কেন্দ্র করে। এবারে জানা গেল কবে বাজারে আসবে এই আইপিও। সাধারণ মানুষের জন্য এই আইপিওর (Swiggy IPO) সাবস্ক্রিপশন শুরু হবে আগামী মাসের ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য এই আইপিও (IPO News) চালু হয়ে যাবে ৫ নভেম্বর থেকেই। তবে এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সুইগি তাঁর আইপিওর মাধ্যমে আপার প্রাইসব্যান্ডের হিসেবে বাজার থেকে ১১.৩ মিলিয়ন ডলার সংগ্রহ করতে চলেছে। আর এই ইস্যুর মধ্যে মোট ৪৫০০ কোটি টাকা থাকবে প্রাইমারি কম্পোনেন্ট হিসেবে। এর ফলে জানা যাচ্ছে সুইগির কম্বাইন্ড আইপিও সাইজ হতে চলেছে ১১,৭০০ কোটি টাকা থেকে ১১,৮০০ কোটি টাকার মধ্যে। ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাসের মাধ্যমে জানা যাচ্ছে এই সুইগির আইপিওতে নতুন শেয়ার ইস্যু করা হবে ৩৭৫০ কোটি টাকার এবং অফার ফর সেলে শেয়ার ছাড়া হবে ১৮ কোটি ২২ লক্ষ ৮৬ হাজার সংখ্যক।
সুইগির প্রাথমিক বাজার প্রতিদ্বন্দ্বী রয়েছে জোমাটো, আর এই দুই সংস্থাই অনলাইন ফুড ডেলিভারি ব্যবসার দুনিয়ায় দুনিয়াদারি করছে। জোমাটোর শেয়ার আগে থেকেই তালিকাভুক্ত রয়েছে, এই শেয়ারের মাধ্যমে ৯৩৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল সংস্থা। গত বছর এই সংস্থার বাজার মূল্য ১৩৬.৬৮ শতাংশ বেড়েছে।
কুইক কমার্সের কথা এলে সুইগির ইনস্টামার্ট বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে জোমাটোর ব্লিঙ্কইট, জেপ্টো এবং টাটার বিগ বাস্কেটের সঙ্গে। এছাড়া জোমাটো আবার বাজার থেকে টাকা তুলতে চাইছে কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে। সুইগিতে এখন মুখ্য বিনিয়োগকারী হিসেবে প্রোসাস, সফট ব্যাঙ্ক, অ্যাক্সেল ইত্যাদি রয়েছে। এছাড়া অন্যান্য শেয়ারহোল্ডারদের মধ্যে আছে এলিভেশন ক্যাপিটাল, ডিএসটি গ্লোবাল, নরওয়েস্ট, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ইত্যাদি সংস্থা।
বিগত ২৪ সেপ্টেম্বর সুইগি তাঁর এই আইপিওর আবেদনপত্র জমা দিয়েছিল। এই আবেদনপত্র সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল যাতে আগে থেকে এই আইপিওর সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা না যায়। অনেক সংস্থাই তাদের আইপিও এভাবে গোপনে ড্রাফট করে থাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন; Daughters Property Right: বিয়ের কত বছর পর সম্পত্তিতে মেয়ের অধিকার হয় ? জেনে নিন নিয়ম