Tata Group Share: টাটা গ্রুপের এই শেয়ারে ৩০ শতাংশ পর্যন্ত মুনাফার ইঙ্গিত, কেনা আছে ?
Voltas Share Price: একের পর এক ব্রোকারেজ ফার্ম এই শেয়ারে টার্গেট প্রাইস বাড়িয়েছে। ব্রোকারেজ ফার্ম জেফারিস টাটা গ্রুপের এই শেয়ারে টার্গেট প্রাইস বাড়িয়েছে এবং এই শেয়ারে বাই রেটিং দিয়েছে।
Voltas Share Price: আগামী দিনে টাটা গ্রুপের এই শেয়ার থেকে ভাল মুনাফা হতে পারে বিনিয়োগকারীদের। সংস্থার নাম ভোল্টাস। সম্প্রতি বহু ব্রোকারেজ ফার্ম (Tata Group Share) এই স্টকের ব্যাপারে বুলিশ ইঙ্গিত দিয়েছে। এমনকী কোনও কোনও ব্রোকারেজ ফার্ম এই ভোল্টাসের শেয়ারে টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে। ফলে পোর্টফোলিওতে এই শেয়ার (Voltas Share Price) কেনা থাকলে মুনাফা হতে পারে আপনার।
শুক্রবার ভোল্টাসের শেয়ারের দাম প্রায় দেড় শতাংশ পড়ে যায় এবং ১৫৩১ টাকায় বন্ধ হয় এই শেয়ার। অন্যদিকে এই শেয়ারেই ব্রোকারেজ ফার্ম টার্গেট প্রাইস বাড়িয়েছে ১৯৬০ টাকায়। এর মানে হল শুক্রবারের দামের তুলনায় এই শেয়ারের দাম আরও ৩০ শতাংশ বাড়তে পারে।
তিনটি ব্রোকারেজ ফার্ম দিয়েছে বাই রেটিং
একের পর এক ব্রোকারেজ ফার্ম এই শেয়ারে টার্গেট প্রাইস বাড়িয়েছে। ব্রোকারেজ ফার্ম জেফারিস টাটা গ্রুপের এই শেয়ারে টার্গেট প্রাইস বাড়িয়েছে এবং এই শেয়ারে বাই রেটিং দিয়েছে। পজিটিভ বার্তা দিয়েছে এই স্টকে। বাই রেটিং দিয়ে এই ভোল্টাসের শেয়ারে জেফারিজ ব্রোকারেজ ফার্ম ১৭৭০ টাকায় টার্গেট প্রাইস দিয়েছে। শুক্রবারের দাম বন্ধের থেকে ১৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখেছে এই ব্রোকারেজ ফার্ম। অন্যদিকে নোমুরা ব্রোকারেজ ফার্ম ভোল্টাসের শেয়ারে ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮৫৭ টাকায় টার্গেট প্রাইস বেঁধে রেখেছে। ইউবিএস ব্রোকারেজ ফার্ম এই শেয়ারে ১৯৬০ টাকায় টার্গেট প্রাইস দিয়েছে, ২৮ শতাংশ বাড়তে পারে এই শেয়ারের দাম।
কাল বাজার খুলতেই বেড়েছে দাম
গতকালের বাজারে ভোল্টাসের শেয়ারের দাম বেড়েছে। ২ শতাংশেরও বেশি বেড়েছে দাম। কাল সকাল ৯.২০ নাগাদ এই শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে গিয়েছিল। এই শেয়ারের দাম এখন তাঁর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরের কাছাকাছি ট্রেড করছে। বিগত এক মাসে এই স্টকের দাম ৫ শতাংশ বেড়েছে। আর শেষ ৬ মাসের হিসেবে এই ভোল্টাসের শেয়ার থেকে ৪২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Petrol Price: রাখির পরেই দাম কমল পেট্রোলের ? আজ ফুল ট্যাঙ্ক তেল ভরাতে কত খরচ হবে ?