Electric Cycle: ১৭ হাজার থেকে শুরু দাম, দেশে ৪ হাজার আউটলেটে ই-সাইকেল বিক্রি করছে টাটা- কী কী ফিচার্স ?
Tata Group Electric Cycles: দুরন্ত রেঞ্জ আর উপযুক্ত দামে টাটা স্ট্রাইডার সাইকেল টেক্কা দিতে পারে অন্য সমস্ত ই-সাইকেল মডেলকেও। সম্প্রতি এসেছে ভোলটিক এক্স এবং ভোলটিক গো নামে দুটি সাইকেল।
Tata Group: দেশে নুন থেকে শুরু করে বিমান, সমস্ত সেক্টরেই ব্যবসা ছড়িয়ে আছে টাটা গ্রুপের। কোনও না কোনও সময় সকলেই একটা কোনও টাটার পণ্য ব্যবহার করেছে। এখন টাটা গ্রুপ নিয়ে এসেছে বৈদ্যুতিন সাইকেলও। সাধারণ সাইকেলের (Electric Cycle) থেকে এই সাইকেলের মডেল অনেকটাই আলাদা। টাটার স্ট্রাইডার সাইকেলের কথাই বলা হচ্ছে এখানে। দুরন্ত রেঞ্জ আর উপযুক্ত দামে এই সাইকেল টেক্কা দিতে পারে অন্য সমস্ত ই-সাইকেল মডেলকেও। এই সংস্থা সম্প্রতি দুটি ইকো-ফ্রেন্ডলি সাইকেল (Tata Stryder Cycle) নিয়ে এসেছে ভোলটিক এক্স এবং ভোলটিক গো নামে। বায়ুদূষণ কমাতে এটি এই সংস্থার নতুন উদ্যোগ বলা চলে।
টাটা ইন্টারন্যাশনালের সহযোগী সংস্থা স্ট্রাইডার সাইকেল
টাটা ইন্টারন্যাশনাল সংস্থার সহযোগী সংস্থা স্ট্রাইডার সাইকেল তাদের বাইসাইকেলের মডেলের দাম শুরু করেছে ১৭ হাজার টাকা থেকে। তবে সদ্য লঞ্চ হওয়া ভোল্টাইক এক্স সাইকেলের দাম ৩২,৪৯৫ টাকা এবং ভোল্টাইক গো সাইকেলের দাম পাবেন ৩১,৪৯৫ টাকা। এই সাইকেলগুলি আপনি চাইলে সংস্থার ওয়েবসাইট থেকে কিনতে পারেন। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই এই সাইকেলে (Tata Stryder Cycle) সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি যেতে পারবেন ৪০ কিমি রাস্তা। শহরে এবং সামান্য অফ-রোডিং অভিজ্ঞতার জন্য এই সাইকেলগুলি আপনি চাইলে কিনতেই পারেন। পুরুষ, মহিলা এবং শিশু-কিশোরদের জন্য আলাদা করে ডিজাইন সহ এই সাইকেল বাজারে এনেছে।
সারা দেশে ৪ হাজার আউটলেট রয়েছে এই সংস্থার
দেশের প্রায় সর্বত্র এই স্ট্রাইডার সাইকেল তার পদচিহ্ন ছড়িয়ে রেখেছে। ভারতে একটা সংস্থাই ৪ হাজার আউটলেট খুলেছে সাইকেলের। এছাড়াও এই সংস্থা SAARC দেশগুলিতে সাইকেল রফতানি শুরু করেছে যেমন দক্ষিণ আফ্রিকা এবং মধ্য প্রাচ্য। সংস্থার বয়ান অনুসারে, ভারতে দ্রুত হারে বাড়ছে এই সংস্থার ই-সাইকেলের বাজার। এখন বাজারে ওলা ইলেকট্রিক, অ্যাথার এনার্জির মত সংস্থার ই-স্কুটার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের মানুষদের কাছে। আর একইভাবে স্ট্রাইডার সংস্থাও ই-সাইকেলের ক্যাটাগরিতে তার বাজার সুবিস্তৃত করতে চাইছে সারা দেশে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসবে ১১টি নতুন IPO, মুনাফার সুযোগ ?