TCS Layoff: ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পর বেতন বৃদ্ধিও স্থগিত TCS-এ, তুমুল চর্চায় সিইও-র আকাশছোঁয়া বেতন
TCS Salary Hike Freezed: টিসিএসের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাটি সংস্থার ভবিষ্যতের একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য হল প্রযুক্তি, এআই স্থাপন, বাজার সম্প্রসারণ, কর্মী পুনর্বিন্যাসে বিনিয়োগ করা।

TCS Salary Hike Freezed: টাটা কনসালট্যান্সি সার্ভিসেস সম্প্রতি এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে আর এই বিপুল ছাঁটাই ঘিরে দেশজুড়ে তোলপাড়। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের শ্রম মন্ত্রকের তরফ থেকে সমনও পাঠানো হয়েছে সংস্থাকে। আর এরই মধ্যে চর্চা শুরু হয়েছে যে ছাঁটাইয়ের পরে (TCS Layoff) অবশিষ্ট কর্মীদের বেতন বৃদ্ধিও স্থগিত হয়ে যেতে পারে, এমনই পরিকল্পনা রয়েছে সংস্থার। তবে এই বেতন নিয়ে আলোচনার প্রসঙ্গে সংস্থার সিইওর আকাশছোঁয়া বেতনের কথাও প্রকাশ্যে এসেছে। সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বেতন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থার বার্ষিক প্রতিবেদন অনুসারে টিসিএসের বর্তমান সিইও কে কৃত্তিবাসন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবর্ষে কোটি কোটি টাকা আয় করেছেন। টিসিএসের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাটি সংস্থার ভবিষ্যতের একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসেছে যার লক্ষ্য হল প্রযুক্তি, এআই স্থাপন, বাজার সম্প্রসারণ, কর্মী পুনর্বিন্যাসে বিনিয়োগ করা।
জানা গিয়েছে টিসিএসের বর্তমান সিইও কে কৃত্তিবাসনের বেতন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমান অর্থবর্ষে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, টিসিএসের সিইও বছরে ২৬.৫২ কোটি টাকা আয় করেছেন যা আগের বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। এই বেতনের মধ্যে মূল বেতন ছিল ১.৩৯ কোটি টাকা, সুযোগ-সুবিধে, ভাতা হিসেবে ২.১২ কোটি টাকা আর কমিশন হিসেবে ২৩ কোটি টাকা। টিসিএসের শীর্ষ কর্মকর্তাদের বেতন নিয়েও এখন আলোচনা চলছে।
কে কৃত্তিবাসন ছাড়াও টিসিএসের প্রাক্তন প্রধান কর্মকর্তা ও নির্বাহী পরিচালক এনজি সুব্রহ্মণ্যম ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১১.৫৫ কোটি টাকা বেতন পেয়েছিলেন। এর পরেই তিনি পদত্যাগ করেন। এই বেতনের মধ্যে মূল বেতনের অংশ ছিল ৩০ লক্ষ টাকা, ৭.২৪ কোটি টাকার অ্যালাউয়েন্স এবং ৪ কোটি টাকার কমিশন। তবে অন্যদিকে টিসিএসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ২.১ লক্ষ টাকা বেতন নেন, তবে এক টাকাও কমিশন হিসেবে নেন না। নন এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কুমার খোসলা এবং হানে সরসেন প্রত্যেকে ২.৭৪ কোটি টাকা করে বেতন পেয়েছেন।
বর্তমানে টিসিএস-এ মোট কর্মচারীর সংখ্যা ৬ লক্ষ এর উপরে। আগামী অর্থবর্ষের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ হবে বলেই জানা গিয়েছে। কাদের ছাঁটাই করা হবে এটা নিশ্চিত করতে সংস্থার বিভাগীয় প্রধানদের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে এই ছাঁটাইয়ের তালিকায় থাকবেন মূলত অধিকাংশই মাঝারি এবং সিনিয়র কর্মীরা, এমনটাই ধারণা করা যাচ্ছে।






















