Nazara Tech: ৩ দিনেই ১৮ শতাংশ ধস এই ‘জনপ্রিয়’ শেয়ারে ! বেচে দেবেন নাকি হোল্ড করবেন ?
Share Market Update: মাত্র তিন দিনের মধ্যেই ১৮ শতাংশ ধস নেমে গিয়েছে এই স্টকে। মাত্র তিনটি ট্রেডিং সেশনেই এই সংস্থার শেয়ারে বিপুল ধস নেমেছে।

Stock Market News: কেন্দ্র সরকার নতুন অনলাইন গেমিং আইন চালু করার পরে এবং এই নয়া আইনের নিয়মাবলীর কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে চরমে। আর এর প্রভাবে মাত্র তিন দিনের মধ্যেই ১৮ শতাংশ ধস নেমে গিয়েছে এই স্টকে। মাত্র তিনটি ট্রেডিং সেশনেই এই সংস্থার শেয়ারে বিপুল ধস নেমেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ১১৪৫.৫৫ টাকায় নেমে এসেছে এই সংস্থার শেয়ারের দাম। আরও পতনের সম্ভাবনা রয়েছে ?
এই সংস্থার নাম নাজারা টেক। এটি অত্যন্ত জনপ্রিয় এবং বিনিয়োগকারীদের পছন্দের গেমিং স্টক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনলাইন গেমিং আইন ২০২৫ অনুমোদন পাওয়ার পরেই গেমিং প্ল্যাটফর্ম ভিত্তিক সংস্থাগুলির ব্যবসায় আঘাত এসেছে। নাজারা টেক স্পষ্ট করে জানিয়েছে যে এই বিলের সঙ্গে সংস্থার রাজস্ব বা EBITDA-র উপরে কোনও প্রভাব পড়বে না। সংস্থার তরফে এই স্পষ্টীকরণ সত্ত্বেও বৃহত্তর অনলাইন গেমিং জগতের মনোভাব তিক্ত হয়ে উঠেছে। নিয়ন্ত্রকের চাপের মুখে পড়ার কারণে বিনিয়োগকারীরা এই স্টকে বিগত কয়েক দিনে ১৫ শতাংশের ধস দেখেছেন।
বিনিয়োগকারীদের উৎসাহের সঙ্গে আরও যোগ হয়েছে নাজারার সহযোগী মুনশাইন টেকনোলজিস যা পোকারবাজির অপারেটর সংস্থা। নাজারার ৪৬ শতাংশ শেয়ার রয়েছে এই সংস্থাতেও, যার মূল দাঁড়ায় ১ হাজার কোটিরও বেশি। রিয়েল মানি গেমিং যদি ধাক্কা খায় তবে সম্ভাব্য মূল্যায়নের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। তবে বাজার বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে রিয়েল মানি গেমিং নাজারার একত্রিত রাজস্বে অবদান রাখে না, যা মূলত ই-স্পোর্টস, গেমিফায়েড লার্নিং এবং অ্যাডটেক ও পাবলিশিং দ্বারা পরিচালিত হয় অনেকটাই।
এই শেয়ারটি মার্কিন বিনিয়োগকারীদেরও মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে বেশিরভাগ সময়। রেখা ঝুনঝুনওয়ালা ২০২৫ সালের জুন মাসে এই সংস্থায় তাঁর ৭.০৬ শতাংশ হোল্ডিং সম্পূর্ণরূপে ছেড়ে দেন, গড়ে ১২২৫ টাকা প্রতি শেয়ারে ৩৩৪ কোটি টাকা লিকুইড করেন তিনি। কিন্তু মধুসূদন কেলা এবং জিরোধার পুরোধা নিখিল কামাথ সহ অভিজ্ঞ ব্যক্তিরা এখনও এই শেয়ার ধরে রেখেছেন। বাজার বিশেষজ্ঞদের মতে এই স্টকে এবার খানিক বেশি মাত্রায় অস্থিরতা দেখা যেতে পারে।






















