Top upcoming bikes: ২০২২-এ ধামাকা করতে আসছে এই পাঁচ বাইক, রয়্যাল এনফিল্ডের সঙ্গে থাকছে ইয়েজদি
Upcoming bikes 2022 in India: নতুন করে ভারতের বাজারে আসছে এককালের জনপ্রিয় বাইক ইয়েজদি(Yezdi)। কেটিএমের (KTM)নতুন সিরিজের পাশাপাশি তিনটি বাইক আনছে Royal Enfield।
নয়াদিল্লি: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যেই দেশের রাস্তায় ট্রায়াল রান শুরু করেছে এইবাইকগুলি। অটো ব্লগারদের মতে, ২০২২ সালের শুরুতেই দেশের বাজারে লঞ্চ করা হবে এই পাঁচ বাইক।
Upcoming bikes 2022 in India: নতুন করে ভারতের বাজারে আসছে এককালের জনপ্রিয় বাইক ইয়েজদি(Yezdi)। কেটিএমের (KTM)নতুন সিরিজের পাশাপাশি তিনটি বাইক আনছে Royal Enfield। শোনা যাচ্ছে, বাজাজও তাদের ক্রুজার সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করবে।যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাজার। দেখে নিনি কোন কোন বাইক আসছে সামনের বছর।
New-gen KTM RC390: KTM ইতিমধ্যেই ভারতে নতুন-জেনারেশন RC200 বাইক লঞ্চ করেছে। পারফরম্যান্স মোটরসাইকেল ব্র্যান্ডটিও জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ আপডেটেড RC390 নিয়ে আসবে কোম্পানি। যদিও, কখন এর লঞ্চ হবে তা সঠিকভাবে বলা হয়নি। যদিও অটো সাইটগুলির মতে 2022-এর প্রথম ত্রৈমাসিকে নতুন-জেনারেশন RC390 বাজারে আনতে পারে KTM।
Yezdi Roadking ADV: ইয়েজদি শীঘ্রই ফের বাজারে আসছে বল সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে Jawa। এমনকী ইয়েজদির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিও কয়েকদিন আগে লাইভ হয়ে গিয়েছিল। তাছাড়া, Roadking ADV কয়েকদিন আগেই রাস্তায় টেস্টিং মোডে দেখা গিয়েছে। যাতে বোঝা যাচ্ছে, ফের ভারতের বাজার দাপাতে আসছে এই বাইক।
Royal Enfield Hunter 350: আইকনিক চেন্নাই-ভিত্তিক বাইক প্রস্তুতকারী কোম্পানি Royal Enfield তাদের একাধিক বাইক শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তাদের লঞ্চের তালিকায় প্রথমেই রয়েছে Hunter 350-র নাম। শোনা যাচ্ছে, এই বাইক Meteor 350 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তবে এর স্টাইলিং, ডিজাইন ও সেটআপ আলাদা। লঞ্চ করার সময় এটি ট্রিপার ন্যাভিগেশন সিস্টেমের ফিচার নিয়ে আসতে পারে।
Road-biased Royal Enfield Himalayan: Hunter 350 ছাড়াও কোম্পানি আরও একটি রোড সেন্ট্রিক হিমালয়ান মোটরসাইকেল তৈরি করছে। এই মডেলের ছবি আগেও ফাঁস হয়েছিল। শোনা যাচ্ছে, বাইকে একই ইঞ্জিন, ফ্রেম ফিচার থাকবে। যদিও ডিজাইন ল্যাঙ্গোয়েজ ও এরগনোমিক্সে কিছু বদল আনা হবে। 2022-এর মাঝামাঝি লঞ্চ হতে পারে এই বাইক।
Royal Enfield Shotgun/Classic 650: আগামী বছর রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বড় লঞ্চগুলির মধ্যে একটি হল ক্রুজার মডেল। যা 650 সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি হয় Classic 650 বা শটগান 650 নামে বাজারে আসবে। ইতিমধ্যেই রাস্তায় বহুবার দেখা গিয়েছে এই বাইক। এখন বাইকের রোড টেস্ট করছে Royal Enfield।
Volkswagen Tiguan Facelift আসছে ডিসেম্বরেই, জেনে নিন নতুন কী আছে গাড়িতে ?