Toyota Fortuner GR Sport: ভারতে এল টয়োটোর নতুন ফরচুনার, কোথায় আলাদা এই গাড়ি ?
Toyota Fortuner New Model: দেশের বাজারে এবার ফরচুনারের আরও একটি ভ্যারিয়েন্ট আনল Toyota। নতুন টপ-স্পেক ভ্যারিয়েন্ট, GR Sport (GRS)-এর ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 48.43 লক্ষ টাকা
Toyota Fortuner New Model: দেশের বাজারে এবার ফরচুনারের আরও একটি ভ্যারিয়েন্ট আনল Toyota। নতুন টপ-স্পেক ভ্যারিয়েন্ট, GR Sport (GRS)-এর ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 48.43 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। টয়োটা ফরচুনার জিআর স্পোর্ট স্ট্যান্ডার্ড 4X4 ফরচুনার লিজেন্ডের চেয়ে 3.8 লক্ষ টাকা বেশি দামি।
Toyota Fortuner GR Sport: কতগুলি রঙে পাওয়া যাবে গাড়ি ?
এই নতুন SUV দুটি রঙে পাওয়া যাবে। যার মধ্যে হোয়াইট পার্ল ক্রিস্টাল ও অ্যাটিটিউড ব্ল্যাক রয়েছে। এটি বেশ কিছু যান্ত্রিক ও কসমেটিক আপডেটের পর বাজারে আনা হয়েছে। টয়োটা ফরচুনার লিজেন্ড 4X2 ও 4X4 অটোমেটিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেখানে নতুন GR স্পোর্ট সম্পূর্ণরূপে 4X4 অটোমেটিক ভ্যারিয়েন্টে পাবেন।
Toyota Fortuner New Model: কোথায় আলাদা এই মডেল ?
টয়োটা ফরচুনার লিজেন্ডের উপর ভিত্তি করে নতুন ফরচুনার জিআর স্পোর্ট তৈরি করা হয়েছে। সামনে অনেকটাই বদল করা হয়েছে ফেসিয়াতে। যেখানে নতুন এয়ার ড্যাম, নতুন ফগ ল্যাম্প ক্লাস্টার ও জিআর ব্যাজিং-সহ একটি নতুন বাম্পার পাবেন। পাশে রয়েছে ডুয়াল-টোন অ্যালয় হুইল। পিছনে টেল-ল্যাম্পে একট নতুন বাম্পার-সহ রানিং বডি কালার পাওয়া যাবে নতুন গাড়িতে। এছাড়াও ফরচুনার GR-S-এ GR লোগো সহ লাল ব্রেক ক্যালিপার পাবেন।
Toyota Fortuner GR Sport: কেমন দেখতে কেবিন ?
এই গাড়ির কেবিনে কালো চামড়ার অন্দরসজ্জা ব্যবহার করা হয়েছে। হেডরেস্টে GR লেখা, পুশ স্টার্ট/স্টপ বটনেও GR লেটার, GR লোগো সহ একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল পাবেন ক্রেতা। অন্যান্য সরঞ্জামের তালিকায় রয়েছে একটি 8-ইঞ্চি টাচস্ক্রিন, একটি JBL সাউন্ড সিস্টেম, কানেকটেড কার টেকেনোলজি, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও জেসচার-কন্ট্রোল টেলগেট।
Toyota Fortuner New Model: কী ইঞ্জিন রয়েছে গাড়িতে ?
ফরচুনারের এই নতুন ভ্যারিয়েন্টে 2.8-লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 3000-3400 rpm-এ 201 hp শক্তি ও 1600-2800 rpm-এ 500 Nm পিক টর্ক জেনারেট করে৷ এই ইঞ্জিনে একটি 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলেই এতে 4W-ড্রাইভ রয়েছে।
আরও পড়ুন : Apple Car: চালক লাগবে না গাড়িতে, অটোমেটিক চলবে অ্যাপলের এই ইলেকট্রিক কার