TRAI Data: ব্যাপক হারে সাবস্ক্রাইবার হারিয়েছে ভোডাফোন-আইডিয়া, শক্তিশালী হয়েছে জিও এবং এয়ারটেল
Mobile Subscribers: পরিসংখ্যান অনুসারে ভারতে টেলিফোন সাবস্ক্রাইবারের সংখ্যা (mobile and fixed-line together) কমেছে প্রায় ১১৭.১৯ কোটি।
Mobile Subscriber: ট্রাই- এর রিপোর্ট (TRAI) অনুসারে ভারতের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা সেপ্টেম্বর মাসে ৩.৬ মিলিয়ন কমেছে। ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) টেলিকম সংস্থার সাবস্ক্রাইবার সংখ্যা হ্রাস পেয়েছে। কিন্তু এই টেলিকম সংস্থার দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel) প্রতি মাসেই তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও- র ক্ষেত্রে ৭.২ লক্ষ ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। অন্যদিকে ভারতী এয়ারটেল টেলিকম সংস্থা মোবাইল ইউজারদের সংখ্যা ৪.১২ লক্ষ বাড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে যখন গ্রাহক সংখ্যার নিরিখে রিলায়েন্স জিও বাকি সমস্ত টেলিকম সংস্থার থেকে এগিয়ে ছিল তখন তার মোট গ্রাহক সংখ্যা ৩২.৮১ লক্ষের কম, যে পরিমাণ সাবস্ক্রাইবার অগস্ট মাসেই পেয়েছিল রিলায়েন্স জিও। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ কমে গিয়েছে। সেপ্টেম্বর মাসে এই টেলিকম সংস্থার বেসিক সাবস্ক্রাইবার ২৪.৯১ কোটিতে নেমে এসেছে। অগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের শেষের মধ্যে মোট ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা ১১৪৯.১১ মিলিয়ন থেকে কমে হয়েছে ১১৪৫.৪৫ মিলিয়ন। প্রতি মাসে এই হ্রাসের পরিমাণ প্রায় ০.৩২ শতাংশ। সেপ্টেম্বর মাসের সাবস্ক্রিপশন ডেটা সংক্রান্ত রিপোর্ট পেশ করার সময় এই তথ্য সামনে এনেছে Telecom Regulatory Authority of India (TRAI)।
পরিসংখ্যান অনুসারে ভারতে টেলিফোন সাবস্ক্রাইবারের সংখ্যা (mobile and fixed-line together) কমেছে প্রায় ১১৭.১৯ কোটি। সেপ্টেম্বর মাসের শেষে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। প্রতি মাসে হ্রাসের পরিমাণ প্রায় ০.২৭ শতাংশ। ট্রাই জানিয়েছে, মোট ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে ৮১.৬ কোটি। সেপ্টেম্বরের মাসের শেষে এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, মাসিক বৃদ্ধির হার প্রায় ০.২৮ শতাংশ। সেরা পাঁচটি সার্ভিস প্রোভাইডার সংস্থা একসঙ্গে সেপ্টেম্বর মাসের শেষে ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারদের ৯৮.৩৬ শতাংশ মার্কেট শেয়ার গঠন করেছে। এই তালিকায় রয়েছে রিলায়েন্স জিও ইনফোকম (৪২৬.৮০ মিলিয়ন), ভারতী এয়ারটেল (২২৫.০৯ মিলিয়ন), ভোডাফোন আইডিয়া (১২৩.২০ মিলিয়ন), বিএসএনএল (২৫.৬২ মিলিয়ন) এবং Atria Convergence (২.১৪ মিলিয়ন)। এমনটাই জানা গিয়েছে ট্রাই- এর রিপোর্ট থেকে।
ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। তবে ভোডাফোন আইডিয়া কবে ভারতে ৫জি সার্ভিস শুরু করবে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে ৫জি- র জমানায় এবার ৪জি সার্ভিস লঞ্চ করতে চলেছে বিএসএনএল।
আরও পড়ুন- অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের লঞ্চ