Boycott Turkey: 'পাকিস্তানের বন্ধু' তুর্কি, আজারবাইজানকে হুঁশিয়ারি ! বাণিজ্য বয়কটের ডাক ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের
Trade Boycott with Turkey: শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আবেদন করেছেন যেন তুরস্ক, আজারবাইজানে কোনও ছবির শ্যুটিং না হয়। ভ্রমণ, পর্যটন সহ সমস্ত বাণিজ্য বয়কটের ডাক দিয়েছেন তারা।

নয়াদিল্লি: শুক্রবার ১৬ মে সারা দেশজুড়ে ১২৫ জনেরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে ভ্রমণ, পর্যটন সহ সমস্ত প্রকার বাণিজ্যিক সম্পর্ক (Boycott Turkey) রদ করার সিদ্ধান্ত নিয়েছেন। একযোগে তুরস্কের (Trade Boycott) সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক দিয়েছেন সকলে।
এই শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছেও আবেদন করেছেন যেন তুরস্ক এবং আজারবাইজানে কোনও ছবির শ্যুটিং না করা হয়, আর এর পরেও যদি কোনও ছবির শ্যুটিং উক্ত দেশগুলিতে করা হয়ে থাকে তাহলে ভারতের ব্যবসায়ী সম্প্রদায় এবং আরও সকলে সেই সমস্ত ছবিকে বয়কট করবে। এর সঙ্গে এই সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত কর্পোরেট হাউজগুলিকে তুরস্ক বা আজারবাইজানে কোনও পণ্যের প্রচারমূলক শ্যুটিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারসের তত্ত্বাবধানে আয়োজিত হওয়া ন্যাশনাল কনফারেন্স অফ ট্রেড লিডার্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের ২৪টি রাজ্যের প্রতিনিধিস্থানীয় ব্যবসায়ীরা। এই সম্মেলনে এই সময়ে সর্বসম্মতিক্রমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংহতি প্রকাশের দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভারতের বিরোধিতা করলে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও জানানো হয়।
ভারত-পাক উত্তেজনার মধ্যে সম্প্রতি পাকিস্তানকে 'খুল্লমখুল্লা' সমর্থন করেছে তুরস্ক এবং আজারবাইজান আর এই সময়ে ভারতে সংবেদনশীল জাতীয় নিরাপত্তা অবস্থা চলছে। ফলে ভারতের যূথবদ্ধ ব্যবসায়ী সম্প্রদায় এই সমর্থনকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে এবং অতীতে ভারত এই দুই দেশকেই যে মানবিক ও কূটনৈতিক সহায়তা করেছে তার নিরিখে বর্তমানে এই দুই দেশের এহেন মন্তব্য বিশ্বাসঘাতকতার সামিল।
এই সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশ্যে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারসের সেক্রেটারি জেনারেল এবং সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল বলেছেন, 'খুবই দুর্ভাগ্যজনক যে দুর্দশার সময়ে ভারতের সাহায্য পেয়েছে যে তুরস্ক এবং আজারবাইজান, তারা এখন পাকিস্তানের সমর্থন করছে। যে দেশ কিনা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য কুখ্যাত। ফলে তুরস্ক এবং আজারবাইজানের এই অবস্থান ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে শুধু তাই নয়, সরাসরি ১৪০ কোটি ভারতীয়কে অপমান করেছে'।
এই সম্মেলনে উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলিতে তুরস্ক যে বারবার ভারত-বিরোধী মন্তব্য করেছে, পাকিস্তানের বক্তব্যের প্রতি যে সমর্থন জানিয়েছে তা মেনে নেওয়া হবে না। একইভাবে তুরস্কের সমর্থনে থাকা আজারবাইজানও প্রকাশ্যেই পাকিস্তানের সমস্ত মন্তব্যকে সমর্থন জানিয়ে এসেছে যা ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অবজ্ঞার সামিল। ফলে সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঠিক হয় এই দুই দেশকে কোনোরকম আর্থিক সহায়তা বা বাণিজ্যিক সুবিধে দেবে না ভারতীয়রা।






















