2022 TVS Ronin: ক্রুজার না হলেও নিও-রেট্রো স্ক্র্যাম্বলার ! এই প্রিমিয়াম বাইক আনল টিভিএস
TVS Ronin 2022: জেপলিনের বদলে এল রনিন (TVS Ronin 2022)। ক্রুজারের পরিবর্তে নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল টিভিএস মোটরস (TVS Motors)।
TVS Ronin 2022: জেপলিনের বদলে এল রনিন (TVS Ronin 2022)। ক্রুজারের পরিবর্তে নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল টিভিএস মোটরস (TVS Motors)। ২২৫ সিসি প্রিমিয়াম বাইক বিভাগে বাকিদের চিন্তা বাড়াল কোম্পানি।
2022 TVS Ronin: ডিজাইন দেখলেই নজর যাবে বাইকে
টিভিএস মোটরসের জন্য দেশের বাজারে একটি গুরুত্বপূর্ণ বাইক রনিন। এই প্রথম নিও-রেট্রো সেগমেন্টে বাইক আনল কোম্পানি। ফলে টিভিএস-এর থেকে আলাদা প্রত্যাশা ছিল বাইকপ্রেমীদের। এই বাইকে কিছুটা ক্যাফে রেসার ডিজাইনের ইঙ্গিত দিয়েছে কোম্পানি। বাইক দেখলে প্রথমেই গোল হেডল্যাম্প ও টি-এলইডি পাইলট ল্যাম্পের দিকে চোখ যাবে সবার। এটি বাইকের সবচেয়ে বড় হাইলাইট।
TVS Ronin 2022: কী বিশেষত্ব রয়েছে রনিনে ?
আপনি এতে ৯টি স্পোকের অ্যালয় হুইল ও ব্লক ট্রেড টায়ার পাবেন। রনিনে একটি সিঙ্গল পিস সিট ও স্ক্র্যাম্বলারের মতো একটি টিয়ার ড্রপ আকৃতির ট্যাঙ্ক ও কালো-সিলভার ডুয়াল টোন একজস্ট দেওয়া হয়েছে। এতে আপনি ডিটিই-সহ একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন ক্রেতা। এতে গিয়ার শিফট অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর, সার্ভিস ডিউ, লো ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এ ছাড়াও বাইকে রয়েছে ভয়েস অ্যাসিস্ট, টার্ন বাই ন্যাভিগেশন, রাইড অ্যানালাইসিস TVS SmartXonnect অ্যাপ, কাস্টম উইন্ডো নোটিফিকেশন ছাড়াও আরও অনেক কিছু।
2022 TVS Ronin: কত শক্তিশালী ইঞ্জিন ?
বাইকে কিউরেটেড কিট ও দীর্ঘ সময় রাইডিংয়ের জন্য কাস্টমাইজেশনের সুবিধা দেওয়া হয়েছে। বাইকে পাবেন ২২৫.৯ সিসির ইঞ্জিন। যা ৭৭৫০ আরপিএম-এ ২০.৪ হর্স পাওয়ার ও ৫ স্পিড গিয়ারবক্স সহ ৩৭৫০ আরপিএম-এ ১৯.৯৩ নিউটন মিটার টর্ক দেয়। একটি সিঙ্গল সিলিন্ডার ইউনিটে এই পাওয়ার ডেলিভারি পাবেন বাইকার। এই ইঞ্জিনটিতে 'লো নয়েজ ফেদার টাচ স্টার্ট'-এর জন্য একটি অয়েল কুলার ও একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG) রয়েছে।
TVS Ronin 2022: কতগুলি ভ্যারিয়েন্ট বাইকের ?
এই বাইকে একটি স্লিপার ক্লাচ পাবেন ক্রেতা। সাসপেনশনে সামনের দিকে একটি আপসাইড ডাউন ফর্ক ও পিছনে একটি মনোশক রয়েছে। বাইকে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে TVS Ronin SS, TVS Ronin DS ও TVS Ronin TD হল বাইকের টপ ভ্যারিয়েন্ট। রনিনের দাম রাখা হয়েছে ১.৪৯ লক্ষ টাকা। এর ডুয়াল-টোনের জন্য অতিরিক্ত ৬০০০ টাকা দিতে হবে ক্রেতাকে। আপনি TD ভ্যারিয়েন্টের মাধ্যমে গ্যালাকটিক গ্রে ও ডন অরেঞ্জ সহ টপ-এন্ড রনিন কিনতে পারবেন। বেস SS ভ্যারিয়ে্ন্টে পাবেন লাইটিং ব্ল্যাক ও ম্যাগমা রেড। তারপর রয়েছে ডিএস ডেল্টা ব্লু ও স্টারগেজ ব্ল্যাক।TVS-এর দাবি, একটি রেট্রো মোটরবাইক যার মধ্যে ক্রুজার ও ক্যাফে রেসারের মিশ্রণ রয়েছে। হোন্ডা CB350 বাইকের সঙ্গে প্রতিযোগিতা হবে রনিনের।
আরও পড়ুন : Best Mileage Cars: দেশের সেরা মাইলেজের গাড়ি খুঁজছেন ? এগুলি রয়েছে তালিকায়