TVS Zeppelin R: শীঘ্রই নতুন ক্রুজার বাইক, টিভিএস আনছে জেপলিন আর
TVS Cruiser Bikes: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। দেশের শীর্ষস্থানীয় টু হুইলার প্রস্তুতকারক টিভিএস শীঘ্রই ভারতের বাজারে নতুন বাইক লঞ্চ করবে।
TVS Cruiser Bikes: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। দেশের শীর্ষস্থানীয় টু হুইলার প্রস্তুতকারক টিভিএস শীঘ্রই ভারতের বাজারে নতুন বাইক লঞ্চ করবে। শোনা যাচ্ছে, এবার ক্রুজার সেগমেন্টে বাইক আনছে টিভিএস। নাম রাখা হয়েছে, TVS Zeppelin R।
TVS Zeppelin R: এবার কি ইলেকট্রিক বাইক ?
আগেই এই জেপেলিন এর কনসেপ্ট মডেল 2018 অটো এক্সপোতে দেখিয়েছিল কোম্পানি। তারপর অনেক বার এর বিষয়ে রিপোর্ট সামনে এসেছে। যেখানে শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতে এটি চালু করা হবে। আশা করা হচ্ছে, কোম্পানি এই বাইকের একটি বৈদ্যুতিক মডেলও আনবে। তবে কোম্পানি এই বিষয়ে কোনও ধরনের তথ্য দেয়নি। আপাতত, এখানে আমরা আপনাকে আসন্ন বাইক জেপেলিন আর-এর সম্ভাব্য চেহারা ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেব।
TVS Cruiser Bikes: ইঞ্জিনে থাকবে হালকা হাইব্রিড প্রযুক্তি
কিছু রিপোর্ট বলছে , কোম্পানি টিভিএস জেপেলিন আর -এ 220cc সিঙ্গল সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেবে। এই ইঞ্জিন হালকা হাইব্রিড প্রযুক্তিতে তৈরি হবে। এই বাইকে আপনি 48 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাবেন। এর ইঞ্জিন 20bhp শক্তি ও 18.5Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি একটি 5 গতির গিয়ারবক্স পাবে। এর চেহারা সম্পর্কে কথা বললে, এটি খুব সুন্দর ডিজাইন পেতে চলেছে। এটি LED হেডল্যাম্প, স্প্লিট সিট, ফ্ল্যাট ট্র্যাক স্টাইল হ্যান্ডেলবার, 17 ইঞ্চি ফ্রন্ট এবং 15 ইঞ্চি রিয়ার হুইল পাবে।
TVS Zeppelin R: এই বৈশিষ্ট্য থাকতে পারে বাইকে
টিভিএসের এই আসন্ন বাইকটি কম্প্যাক্ট ইন্সট্রুমেন্ট কনসোল, স্মার্ট বায়ো টেক, স্মার্টফোন কানেক্টিভিটি, ইউএসজি ফ্রন্ট ফর্কস ও মনোশক ইউনিট, ফ্রন্ট ও রেয়ার ডিস্ক ব্রেক সহ অনেক বৈশিষ্ট্য পাবে। দামের কথা বললে, এটি ভারতীয় বাজারে 1.5 লক্ষ টাকার বেশি দামে লঞ্চ হতে পারেবলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : Kia EV6 launched: হার মানাবে যেকোনও জার্মান গাড়িকে ! দেখে নিন কিয়া ইভিসিক্সের ছবি