Twitter Gold Tick : আর শুধু ব্লু নয়, ট্যুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট এবার ৩ রঙা
Verified Account : আসন্ন রদবদলের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন সংস্থার সিইও ইলন মাস্ক
ওয়াশিংটন : অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে নয়া পদক্ষেপ ট্যুইটারের (Twitter)। এতদিন প্রত্যেক ভেরিফায়েড অ্যাকাউন্টে (Verified ব্লু টিক থাকত। এনিয়ে আসন্ন রদবদলের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন সংস্থার সিইও ইলন মাস্ক। সেইমতো SpaceX-এর মালিক জানিয়ে দিলেন, এবার থেকে 'কোম্পানির জন্য গোল্ড চেক, সরকারের জন্য গ্রে চেক এবং ব্যক্তিবিশেষের জন্য ব্লু। কোনও চেক অ্যাক্টিভেট করার আগে তা ম্যানুয়ালি খতিয়ে দেখা হবে।'
এর আগে মাস্ক বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবিশেষের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য বিভিন্ন রঙের ব্যবহারের কথা জানিয়েছিলেন। কিন্তু, এনিয়ে পুঙ্খানুপুঙ্খ তখন জানানি । এবার তা পরিষ্কার করে দিলেন। The Verge-এর রিপোর্ট অনুযায়ী, নিজস্ব ট্রাস্ট ও সেফটি স্টাফদের থেকে সতর্কবার্তা সত্ত্বেও 'ট্যুইটার ব্লু' সাবস্ক্রিপশন জারি ছিল। কিন্তু, একাধিক নামী ব্যক্তিত্ব বা ব্র্যান্ডের অ্যাকাউন্টের ক্ষেত্রে 'ভেরিফায়েড' লেখা থাকছিল, যা আদৌ নয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে বিশৃঙ্খলা চরমে ওঠে, যখন পরিচিত গেম ক্যারেক্টার মারিও-র ট্যুইটারে বার্ডের দিকে অশ্লীল ইঙ্গিত করা ছবি পোস্ট হয়। একটি জাল অ্যাকাউন্ট থেকে সেটি পোস্ট করা হয়। এরপর একটি বিখ্যাত ওষুধ কোম্পানির আরও একটি জাল অ্যাকাউন্ট প্রকাশ্যে আসে। সংস্থার তরফে নাকি ট্যুইট করা হয়, ইনসুলিন ফ্রি-তে দেওয়া হচ্ছে।
The Verge-এর রিপোর্ট অনুযায়ী, এর পরেই নড়েচড়ে বসে সংস্থা। নিজের হাতে পুরো বিষয়টি নেন মাস্ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও অ্যাকাউন্ট থেকে যদি এ ধরনের কাজকর্ম হয়, তবে তা সঙ্গে সঙ্গে ডিজেবল করে দেওয়া হবে।
তবে বিভিন্ন ইউজারের ক্ষেত্রে বিভিন্ন রঙের টিক মার্ক চালু করার পর মাস্ক লিখেছেন, 'এটা যন্ত্রণাদায়ক, কিন্তু প্রয়োজনীয়।' এর পাশাপাশি তিনি জানিয়ে দেন, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পরের সপ্তাহে দেওয়া হবে।
সম্প্রতি তাঁকে হত্যা করা হতে পারে চাঞ্চল্যকর দাবি করেন ইলন মাস্ককে (Elon Musk)!এমনকি গুলিবিদ্ধও হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি! জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও দাবি করেন, তাঁর সঙ্গে খুব খারাপ কিছু হতে পারে। গুলিবিদ্ধ হয়েও মৃত্যু হতে পারে তাঁর, এটাও অসম্ভব নয়। Twitter Spaces- এ একটি দু'ঘণ্টার অডিয়ো চ্যাটে অংশ নিয়েছিলেন ধনকুবের মাস্ক। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, তিনি কোনওভাবেই open-air car parade করবেন না। ইলন মাস্কের কথায়, তাঁর সঙ্গে কোনও কিছু খারাপ ঘটে যাওয়া, কিংবা তিনি গুলিবিদ্ধ হওয়া, খুব স্বাভাবিক ব্যাপার।
আরও পড়ুন ; প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ইলন মাস্ক! কী বলছেন ট্যুইটারের নতুন মালিক