Unclaimed Money: সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে ১ জুন থেকে নিয়মে বদল, কী করতে চলেছে ব্যাঙ্কগুলি ?
Bank News: মাঝে হাতে রয়েছে আর কয়েকটা দিন। ১ জুন থেকে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে বড় পরিবর্তন হতে চলেছে৷
Bank News: মাঝে হাতে রয়েছে আর কয়েকটা দিন। ১ জুন থেকে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে বড় পরিবর্তন হতে চলেছে৷ দাবিহীন টাকা (Unclaimed Money) নিয়ে এই পরিবর্তন করতে চলেছে ব্যাঙ্কগুলি। এর জন্য আরবিআই ১০০ দিনের প্রচার শুরু করেছে। এই সময়সীমার মধ্যেই ব্যাঙ্কগুলিকে এই দাবিহীন টাকার নিষ্পত্তি করতে হবে।
Unclaimed Money: কী এই দাবিহীন টাকা ?
আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, ১০ বছর ধরে যে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে কোনও কাজ হয়নি বা মেয়াদপূর্তির তারিখ থেকে ১০ বছরের মধ্যে যদি কোনও ব্যক্তি এই টাকা দাবি না করে তাকে দাবিহীন আমানত (Unclaimed Money)হিসাবে ধরা হবে। নির্দেশিকা বলছে, ১ জুন থেকে ব্যাঙ্কগুলিকে এই বিষয়ে নিষ্পত্তি করতে হবে।
RBI Update: নজরদারির জন্য ওয়েব পোর্টাল আনল রিজার্ভ ব্যাঙ্ক
RBI-এর তত্ত্বাবধানে তৈরি ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস (DEA) তহবিলে এই দাবিহীন টাকা স্থানান্তর করবে ব্যাঙ্কগুলি। সম্প্রতি RBI অনেক ব্যাঙ্কে দাবি না করা আমানতে নজর রাখার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করেছে। চলতি বছরের এপ্রিলে আরবিআই আমানতকারীদের অর্থের নিরাপত্তার কথা মাথায় রেখে বর্তমান দাবিহীন আমানতের পরিমাণ তার সঠিক মালিকদের কাছে ফেরত দিতে বলেছিল।
এই কারণেই RBI সম্প্রতি অনেক ব্যাঙ্কে দাবি না করা আমানতের সন্ধানের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই ডেপুটি গভর্নর রাজেশ্বর রাও এপ্রিলে জানিয়েছিলেন, দাবিহীন আমানতের জন্য ওয়েব পোর্টালটি তিন থেকে চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে।
প্রচার শুরু হবে ১ জুন ২০২৩ থেকে
গত ১২ মে আরবিআই এই দাবিহীন আমানতগুলি সনাক্ত করতে '১০০ দিন ১০০ পেমেন্ট' প্রচারাভিযানের বিষয়ে ঘোষণা করেছিল। এর আওতায় দেশের প্রতিটি জেলার প্রতিটি ব্যাঙ্ককে ১০০টি দাবিবিহীন আমানতের ১০০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ব্যাঙ্কগুলিকে ১ জুন, ২০২৩ থেকে এই প্রচারাভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ RBI এই ধরনের দাবিহীন আমানত দাবি করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে চিহ্নিত করতে ও যোগাযোগ করার জন্য সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।
সাড়ে ছ'বছরের মাথায় ফের নোটবন্দি পরিস্থিতি ভারতে। এ বার ২ হাজার টাকার নোট (RS 2000 Note) বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কারও কাছে এই ২ হাজার টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে। একবারে সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত বদলে নেওয়া যাবে বা তা জমা করা যাবে। তবে বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করা হলেও, ৩০ সেপ্টেম্বর সময়সীমা পর্যন্ত লেনদেনে বৈধ হিসেবেই গন্য হবে ২ হাজার টাকার নোট (Reserve Bank of India)।