Interim Budget 2024 : দেশের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞাননন্দের লড়াইয়ের প্রশংসা, ক্রীড়ায় সাফল্য-খতিয়ান অর্থমন্ত্রীর গলায়
Praggnanandhaa : দাবায় ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন আর প্রজ্ঞাননন্দ। তিনি টেক্কা দিয়েছেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে।
নয়াদিল্লি : অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) দেশের ক্রীড়া সাফল্যের খতিয়ান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Union Finance Minister Nirmala Sitharaman) গলায়। ক্রীড়া জগতে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। অর্থণন্ত্রী বলেন, ২০২৩ সালে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে সর্বাধিক পদক জয় আমাদের আত্মবিশ্বাসকে তুলে ধরে। ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছে আমাদের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞাননন্দ। আজ দেশে, দাবায় ৮০-র বেশি গ্র্যান্ডমাস্টার আছে। ২০১০ সালে যা ছিল ২০।
Interim Budget 2024-25 | Union Finance Minister Nirmala Sitharaman says, "The country is proud of our youth scaling new heights in sports. The highest-ever medal tally in Asian Games and Asian Para games in 2023 reflects a high confidence level. Chess prodigy and our no.1 ranked… pic.twitter.com/3KZLYhslpB
— ANI (@ANI) February 1, 2024
প্রসঙ্গত, সম্প্রতি দাবায় ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন আর প্রজ্ঞাননন্দ। তিনি টেক্কা দেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের এক নম্বর দাবাড়ু হয়েছেন এই কিশোর। নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে ডিংকে হারিয়ে দেন প্রজ্ঞাননন্দ।
এর আগে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে শেষে টাইব্রেকারে পরাস্ত হন। মাত্র ১৮ বছর বয়সেই প্রজ্ঞাননন্দের একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে যায় দাবা বিশ্ব।
প্রসঙ্গত, এশিয়ান গেমসের পর সম্প্রতি শেষ হওয়ায় প্যারা এশিয়ান গেমসেও (Para Asian Games) দুর্দান্ত সাফল্য পেয়েছেন ভারতের অ্যাথলিটরা। টুর্নামেন্টের ইতিহাসে এবারই ভারতের অ্যাথলিটরা সর্বাধিক ১১১টি পদক জিতেছেন। এর আগে ভারতের প্যারা এশিয়ান গেমসে সবেচেয়ে বড় সাফল্য ছিল জাকার্তায় আয়োজিত টুর্নামেন্টে। সেবার ৭২টি পদক জিতেছিল ভারত। এবার তার থেকে অনেক বেশি সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠান ভারতের প্যারা অ্যাথলিটদের জন্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় লেখেন, ''প্যারা এশিয়ান গেমস থেকে এবার ১০০-র বেশি পদক জিতেছেন ভারতের অ্যাথলিটরা। অসাধারণ একটা মুহূর্ত। এই সাফল্য প্রমাণ করে দেয় আমাদের অ্যাথলিটদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ও একাগ্রতা। এই সাফল্য আমাদের আরও গর্বিত করে তুলেছে। আমি সব অ্যাথলিট, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই।''