Upcoming IPO: ওলার আরও একটি আইপিও ! ৪০০০ কোটির ইস্যু আনবে ওলা ক্যাবস
Ola Cabs IPO: ওলা ক্যাবস আগামী তিন মাসের মধ্যে আইপিও আনার মাধ্যমে বাজার থেকে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করছে যা ভারতীয় মুদ্রায় ৪১৬৮ কোটি টাকা।
Ola Cabs IPO: বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বাজারে আসতে চলেছে ওলা ইলেকট্রিকের আইপিও। তা নিয়ে সেবির কাছে সমস্ত নথিও জমা হয়ে গিয়েছে কিন্তু তাঁর আগেই আবার একটি নতুন আইপিও (Upcoming IPO) আনার কথা জানাল ওলা। ভারতের বাজারে এবার আসবে ওলা ক্যাবসের আইপিও। জানা গিয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে বাজারে আসবে ওলা ক্যাবসের আইপিও (Ola Cabs IPO)। আর এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪০০০ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে ওলা।
ওলা ক্যাবসের আইপিওর সাইজ কত হবে
সংবাদসূত্রের খবর, ওলা ক্যাবস আগামী তিন মাসের মধ্যে আইপিও আনার মাধ্যমে বাজার থেকে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করছে। ওলার ক্যাবসের আইপিওর প্রস্তাবিত আকার হতে চলেছে ৫০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৪১৬৮ কোটি টাকা।
বেশ কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা হয়েছে ওলার
ওলা ক্যাবস খুব তৎপর হয়েই আইপিওর (Upcoming IPO) জন্য প্রস্তুতি ও তোড়জোড় শুরু করেছে। এর জন্য ওলা ক্যাবসের মূল সংস্থা এএনআই টেকনোলজিস বিভিন্ন বিনিয়োগ ব্যাঙ্কের সঙ্গে কথা বলেছে, আলোচনা করেছে। জানা গিয়েছে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই ওলা ক্যাবস (Ola Cabs IPO) তাঁর আইপিওর জন্য চূড়ান্ত সিদ্ধান নেবে কোন ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করা হবে সে বিষয়ে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ আমেরিকা, গোল্ডম্যান স্যাক্স, সিটি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে আলোচনা হয়েছে ওলা ক্যাবসের।
আইপিও আনার প্রস্তুতি শুরু ২০২১ সালে
২০২১ সালে ওলা একটি আইপিও বাজারে আনার চেষ্টা করেছিল ওলা। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৮৩০০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করেছিল ওলা। কিন্তু পরে সেই আইপিও আনার পরিকল্পনা বাতিল করে দেয় সংস্থা। সেই বছর অনেক বড় বড় কোম্পানির মূলত টেক কোম্পানির আইপিও এসেছিল বাজারে আর সেগুলির মধ্যে অনেকাংশেরই দাম পড়েছিল, সংস্থার কর্মক্ষমতা কমে গিয়েছিল। তাই জন্য অন্য অনেক সংস্থার প্রস্তাবিত আইপিও বাতিল করা হয়েছিল।
ওলা ইলেকট্রিকের আইপিও আসার কথা
ওলা ক্যাবসের আইপিও (Upcoming IPO) আসার আগেই শোনা গিয়েছিল ওলা ইলেকট্রিক একটি আইপিও আনতে চলেছে। ফলে ওলা ক্যাবসের আইপিও এই সংস্থার দ্বিতীয় আইপিও হতে চলেছে। যদিও ওলা ইলেকট্রিকের আইপিওর আগেই সম্ভবত বাজারে আসবে এই ওলা ক্যাবস আইপিও (Ola Cabs IPO)। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে ওলা ইলেকট্রিক তাঁদের আইপিও আনার আবেদন দাখিল করেছে অনেক আগেই। সেই আবেদনপত্রে ওলা ইলেকট্রিক জানিয়েছিল যে আইপিও আনার মাধ্যমে বাজার থেকে তাঁরা ৭২৯০ কোটি টাকা তুলতে চাইছে। ফলে ওলা ক্যাবসের থেকেও ইস্যু সাইজ বড় ছিল ওলা ইলেকট্রিকের আইপিওর।
আরও পড়ুন: Elon Musk India Visit: এলন মাস্কের ভারত সফর স্থগিত ! মোদির সঙ্গে এখনই হবে না বৈঠক