UPI 123 Payment: ইন্টারনেট নেই ! UPI-তে তাও করতে পারবেন টাকার লেনদেন, কীভাবে জানেন ?
Online Money Transfer: এই সুবিধা আসার পর থেকে বদলে গিয়েছে টাকা লেনদেনের ভাষা। নগদ (Cash) বা ব্যাঙ্কে (Bank) যাওয়ার পরিবর্তে এখন এক মুহূর্তেই টাকা (Money Transfer) পাঠানো যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়।

Online Money Transfer: ভারতে ডিজিটাল ইন্ডিয়ায় যুগান্তকারী আবিষ্কার UPI । এই সুবিধা আসার পর থেকে বদলে গিয়েছে টাকা লেনদেনের ভাষা। নগদ (Cash) বা ব্যাঙ্কে (Bank) যাওয়ার পরিবর্তে এখন এক মুহূর্তেই টাকা (Money Transfer) পাঠানো যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। আপনি কি জানেন, UPI দেয় আরও সুবিধা।
কত বছর আগে চালু
আগে যখন মানুষ কিছু কিনতে বা কাউকে টাকা পাঠাতে হতো, তখন নগদ টাকার প্রয়োজন হতো। যদিও 2016 সালে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI লেনদেন এই ধারণা বদলে দিল। এখন লোকেদের কাউকে টাকা পাঠাতে বা কোনও কিছুর জন্য টাকা দিতে UPI-এর সাহায্যে নেয় দেশবাসী। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটি করতে পারে যেকেউ। কিন্তু এর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। যদিও UPI 123 Pay-এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই তা ব্যবহার করতে পারবেন। জেনে নিন, কীভাবে এই পদ্ধতি কাজ করে।
ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করুন
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) 2016 সালে ভারতে UPI চালু করেছে। UPI চালু হওয়ার পর থেকে বছরের পর বছর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। আর এতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যে কারণে পেমেন্ট পদ্ধতি সহজ হয়েছে। তবে, দেশের ছোট শহর ও প্রত্যন্ত গ্রামে ইউপিআই ততটা সক্রিয় এবং সফল হয়নি।
কী কারণে ১২৩ ফিচার
গ্রামে ইন্টারনেট ব্যবহারের খুব একটা সুযোগ নেই। তাই 2022 সালে NPCI UPI 123pay চালু করেছে, যা ইন্টারনেট ছাড়াও কাজ করে। এতে ইউপিআই আইডি ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট বা স্মার্টফোনের প্রয়োজন হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং NPCI-এর সাহায্যে তৈরি 123pay ফিচার সাধারণ ফোনেও ব্যবহার করা যাবে।
123 এ কীভাবে UPI ব্যবহার করবেন
UPI 123Pay ব্যবহার করার জন্য যেকোনও ফিচার ফোন ব্যবহার করা যাবে।
১ এর জন্য আপনাকে আপনার ফিচার ফোন থেকে *99# টিপতে হবে।
২ এর পরে আপনার সামনে ব্যাঙ্কগুলির একটি তালিকা খুলবে।
৩ ব্যাঙ্কগুলির তালিকা খোলার পরে আপনাকে ব্যাঙ্ক নির্বাচন করতে হবে এবং আপনার ডেবিট কার্ডের শেষ ছয়টি সংখ্যা ও মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে।
৪ এবার আপনাকে আপনার UPI পিন সেট করতে হবে।
৫ এই পর্বে আপনার UPI আইডি সক্রিয় হবে এবং আপনি UPI 123Pay ব্যবহার করতে পারবেন।
এই নম্বরগুলির মাধ্যমে টাকা পাঠানো যাবে
ব্যবহারকারীরা আগে থেকে প্রদত্ত IVR নম্বর 080 4516 3666, 080 4516 3581, 6366 নম্বরে কল করে টাকার লেনদেন করতে পারেন৷ এছাড়াও, ব্যাঙ্কগুলির দেওয়া নম্বরগুলিতে একটি মিসড কল দিয়েও টাকা পাঠানো যেতে পারে৷






















