UPI Rule: UPI-তে ৩০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে বাড়তি চার্জ ! ভাইরাল পোস্ট নিয়ে কী জানাল কেন্দ্র ?
UPI Payments: কিছু কিছু পোস্টে উল্লেখ করা হচ্ছে যে কেন্দ্র সরকার ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু করতে চলেছে ৩০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের জন্য।

Finance Ministry: আজকের দিনে ডিজিটাল পেমেন্টের জমানায় সবথেকে জনপ্রিয় লেনদেনের মাধ্যম হল ইউপিআই। এই পেমেন্ট মাধ্যম আসার সঙ্গে সঙ্গেই মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তবে এবার ফের একবার সমাজমাধ্যমে ও অন্যান্য প্ল্যাটফর্মে ইউপিআই নিয়ে ভুয়ো বার্তা ছড়িয়েছে। অনেক পোস্টে বলা হচ্ছে দোকানদাররা ইউপিআইয়ের (UPI Payments) মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার জন্য বাড়তি চার্জ নিচ্ছেন। আবার অনেক পোস্টে (Finance Ministry) লেখা হচ্ছে যে ৩০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ দিতে হবে।
এই পোস্ট সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ঝড় উঠেছে সমাজমাধ্যমে। তবে এই ভাইরাল পোস্টের বিষয়ে কেন্দ্র সরকার নিজেই সাফ জবাব দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই ভাইরাল (UPI Payments) পোস্ট সম্পর্কে জানিয়েছেন যে সরকার অনলাইন পেমেন্টের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনও রকম ভুয়ো খবর বরদাস্ত করা হবে না।
কিছু কিছু পোস্টে উল্লেখ করা হচ্ছে যে কেন্দ্র সরকার ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু করতে চলেছে ৩০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের জন্য। এতে নাকি ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (UPI Payments) উপকার হবে। তবে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে এই ধরনের অনুমানমূলক খবর এবং ইউপিআই লেনদেনে এমডিআর আরোপ সংক্রান্ত বিষয় সম্পূর্ণ মিথ্যা। সরকার ইউপিআই পেমেন্ট সর্বদা বিনামূল্যে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এক্স হ্যান্ডলে পোস্টে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন লিখেছে, 'সমস্ত ইউপিআই লেনদেনের উপরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ চাপানো নিয়ে যে অনুমান, জল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে, ভুয়ো। এই ধরনের ভিত্তিহীন অনুমান সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, স্থিতাবস্থার বিঘ্ন ঘটায়। এমনকী নাগরিকদের মধ্যে সন্দেহের জন্ম দেয়।
Speculation and claims that the MDR will be charged on UPI transactions are completely false, baseless, and misleading.
— Ministry of Finance (@FinMinIndia) June 11, 2025
Such baseless and sensation-creating speculations cause needless uncertainty, fear and suspicion among our citizens.
The Government remains fully committed…
উল্লেখ্য যে এই জুন মাসে ভিসা কার্ডে লেনদেনের তুলনায় ইউপিআইতেই সবথেকে বেশি লেনদেন হয়েছে। ২০২৫ সালে ১ জুন ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৬৪.৪ কোটি টাকা, আর তা পরেরদিনই ৬৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। এক বছর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে ইউপিআইতে লেনদেন হয়েছিল মোট ৬৪ কোটি টাকা।
নতুন ইউপিআই পেমেন্ট সিস্টেম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের ১১ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে ভারতের ডিজিটাল পেমেন্টের বিপ্লব সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২৫ সালের মার্চ মাসে দেশে ইউপিআইতে ২৪.৭৭ লক্ষ টাকা মূল্যের এবং মোট ১৮৩০.১৫১ কোটি লেনদেন করা হয়েছিল।






















