Viral News: মায়ের জন্য ৮৬ হাজার টাকার চটি কিনল এই ছেলে, সোশ্য়াল মিডিয়া কী বলল জানেন ?
Offbeat News : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই চটি ঘিরে তৈরি হয়েছে শোরগোল। নেপথ্যে এক যুবকের মায়ের প্রতি নিখাদ ভালবাসা।

Offbeat News : দাম শুনলে নাম ভুলবেন ! একটি চটির দাম পড়েছে ৮৬ হাজার টাকা। গল্প নয়-এটাই বাস্তব, কারণ এই চটি বিলাসবহুল ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের (Christian Dior) । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই চটি ঘিরে তৈরি হয়েছে শোরগোল। নেপথ্যে এক যুবকের মায়ের প্রতি 'নিখাদ ভালবাসা'।
Offbeat News : কেন এত টাকার চটি
বিশ্বজুড়ে লাক্সারি বা বিলাসবহুল পণ্য়ের জন্য পরিচিত ক্রিশ্চিয়ান ডিওর ব্র্যান্ড। পোশাক থেকে চটি, আনুষাঙ্গিক থেকে সুগন্ধি সবেতেই এই ব্র্যান্ডের নাম রয়েছে। সম্প্রতি, এক যুবক তার মায়ের জন্য ৮৬ হাজার টাকার চটি কেনার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তিনি ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করতেই ব্যবহারকারীদের মধ্যে তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। মায়ের প্রতি ছেলের ভালবাসা হৃদয় ছুঁয়েছে অনেকের।
Offbeat News : 'সুসন্তান' বলছে সোশ্য়াল মিডিয়া ?
ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে যদুপ্রিয়ম মেহতা একটি ডিওর স্টোরের কনটেন্ট শেয়ার করেছেন। যেখানে স্টোরে পা রাখা থেকে শুরু করে গ্র্যান্ড আনবক্সিং পর্যন্ত পুরো অভিজ্ঞতা দেখিয়েছে ওই যুবক। মায়ের জন্য আমি যে চটি কিনেছি তাঁর মূল্য ভারতীয় মুদ্রায় ৮৬ হাজার টাকা। কারণ এটা ডিওরেরর চপ্পল। আপনিও কি এটা কিনবেন নাকি?" ক্যাপশনে এই কথা লিখেছেন মেহতা।
মায়ের বিষয়ে কী বলা হয়েছে ভিডিয়োতে
ভিডিয়োতে মায়ের জন্য ছেলের এই লাক্সারি কেনাকাটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। একজন যেমন বলেছেন, “মাম্মি কো সিরফ আপনা পেয়ার সম্মান দে। অর কুছ নাহি হ্যায় দুনিয়া মে ইসকে সিবা (আপনার মায়ের প্রয়োজন ভালবাসা ও সম্মান। অন্য কিছু গুরুত্বপূর্ণ নয় তাঁর কাছে)।" একজন ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, "২৫০ রুপে কা ইহা সে লে লেতে (এটি এখানে ২৫০ টাকায় কিনতে পারতে)। তবে বলতেই হচ্ছে উনি একজন ভাগ্যবান মা ও এটি খুবই সুন্দর চটি।''
Viral News: ভারতে কিনতে ৮৬ হাজার টাকা, বিদেশে পড়ল কত ?
দ্য ডেলি গার্ডিয়ানের মতে, ডিওর ডোয়ে স্লাইড বিলাসবহুল ব্র্যান্ডের ওয়েবসাইটে ৭৭৫ ডলার (প্রায় ৮৬ হাজার টাকা)। মাত্র দুটি রঙের অপশন পাওয়া যায় এই চটির। এটি এমন একটি প্রোডাক্ট যা বিশ্বের অন্য়তম লাক্সারি পণ্য় হিসেবে গণ্য় হয়।
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
