Vodafone Idea: অচিরেই বন্ধ হয়ে যাবে ভোডাফোনের পরিষেবা ! কেন্দ্রকে কী জানাল সংস্থা ?
Vodafone Idea Insolvency Warning: ২০২৫ সালের ১৭ এপ্রিলের একটি চিঠিতে ভোডাফোন আইডিয়ার সিইও অক্ষয় মুন্দ্রা টেলিকম সচিবকে জানিয়েছিলেন এই অবস্থায় সংস্থায় সরকারি হস্তক্ষেপের কথা।

Vodafone Idea Insolvency: টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড সম্প্রতি ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রককে জানিয়েছে যে তারা ২০২৬ সালের পর থেকে আর নিজেদের উদ্যোগে সংস্থা চালাতে পারবে না। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর বকেয়ার ক্ষেত্রে সরকারের সাহায্য ছাড়া তারা আর সংস্থা পরিচালনা করতে পারবে না বলেই জানিয়েছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। সংস্থা জানিয়েছে যে সময়মত ব্যাঙ্কগুলির তরফে ফান্ডিং না পেলে পরিষেবা বন্ধ হয়ে যাবে তাদের আর এই বিষয়েই ব্যাঙ্কগুলির সঙ্গে তাদের আলোচনা চলছে।
২০২৫ সালের ১৭ এপ্রিলের একটি চিঠিতে ভোডাফোন আইডিয়ার সিইও অক্ষয় মুন্দ্রা টেলিকম সচিবকে জানিয়েছিলেন এই অবস্থায় সংস্থায় সরকারি হস্তক্ষেপের কথা। শুক্রবার এমনটাই জানা গিয়েছে পিটিআই সংবাদমাধ্যমে। তিনি লিখেছিলেন যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর বকেয়ার ক্ষেত্রে সরকারের সময়মত সাহায্য না পেলে ২০২৬ সাল থেকে ভোডাফোন আইডিয়া লিমিটেড আর পরিচালনা করা যাবে না, কারণ ব্যাঙ্কগুলিও আর ফান্ডিং দেবে না বলেই জানিয়েছে।' এমনকি এই চিঠিতে সিইও অক্ষয় মুন্দ্রা এও জানিয়েছিলেন যে কোনও সহায়তা না পেলে সংস্থার পক্ষে আর ফিরে আসা বা ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে আদালত ভোডাফোন আইডিয়ার কাছ থেকে বর্তমান ৩০ হাজার কোটি টাকার বকেয়া মকুবের নতুন আবেদন গ্রহণ করবে। ১৯ মে এই বিষয়ে শুনানির দিন ঠিক হয়েছে। ভোডাফোন আইডিয়ার আইনজীবী মুকুল রোহতগির আবেদনে এদিন আপদকালীন শুনানি হবে মুখ্য বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র সামনে।
টেলিকম মন্ত্রককে ভোডাফোন আইডিয়া লিমিটেড সংস্থা জানিয়েছে যে ব্যাঙ্ক থেকে ঋণ মঞ্জুর না করলে সংস্থার পরিকল্পিত বিনিয়োগ বাস্তুবায়িত করা যাবে না। ভোডাফোন আইডিয়া লিমিটেড এও জানিয়েছে যে সরকার পরিকল্পনা করছে যাতে সমস্ত টেলিকম সংস্থা গড়ে উঠুক থ্রি-প্লেয়ার মডেল অনুসারে আর তাতে সমস্ত সংস্থা হবে প্রাইভেট থ্রি-প্লেয়ার মার্কেট। আর এই মর্মে টেলিকম সেক্টরে ডুয়োপলি নিশ্চিহ্ন হয়েছে। এটি গ্রাহকদের পছন্দ বজায় রাখা এবং বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে সহায়ক। তবে সরকারের কাছে আগামীতে আরও রাজস্ব আদায়ের বড় হাতিয়ার হবে স্পেকট্রাম নিলাম। আর এই সরকারি সাহায্য এলে ভোডাফোন আইডিয়া তাদের প্রায় ৩০ হাজার কর্মীর চাকরি বাঁচাতে পারবে এবং একইসঙ্গে ২০০ মিলিয়ন গ্রাহকদের পরিষেবা দিতে পারবে।






















