Dairy Business: ডেয়ারি ব্যবসা শুরু করলে হবে বিপুল মুনাফা, এই রাজ্য দেবে ৫ কোটির ভর্তুকি- জানুন জরুরি বিষয়
Dairy Business Subsidy: কেউ একটি ডেয়ারি ইউনিট খুললে তাঁকে মোট পুঁজির ৩৫ শতাংশ সর্বোচ্চ ৫ কোটি টাকা দেওয়া হবে। কোন রাজ্যে মিলবে এই ভর্তুকি ?

Subsidy on Dairy Business: ভারত সরকার দেশের বহু মানুষের জন্য কল্যাণার্থে অভাবী ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে দেন। কেন্দ্র সরকার ছাড়াও রাজ্য সরকারের তরফেও অনেক ধরনের কল্যাণমূলক প্রকল্প আনা হয়েছে সাধারণ মানুষের জন্য। একেক রাজ্যে একেক রকম প্রকল্প রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার (Dairy Business) তাদের রাজ্যে ডেয়ারি ব্যবসা শুরু করার জন্য একটি প্রকল্প চালু করেছে। আর এই প্রকল্পের অধীনে ফার্ম মালিকদের ৫ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথাও জানানো হয়েছে। কীভাবে এই সুবিধে পাবেন ? কারা পাবেন এই সুবিধে ? জানুন বিস্তারিত।
ডেয়ারি চালু করার জন্য সরকার দেবে ৫ কোটি টাকার ভর্তুকি
আজকাল মানুষ নানা উপায়ে ব্যবসার মাধ্যমে অতিরিক্ত উপার্জনের চেষ্টা করে চলেছেন। অনেকে ডেয়ারি ব্যবসাও চালু করেছেন এই উদ্দেশ্যে। ডেয়ারি ফার্ম খুলেও মানুষ অনেক বেশি উপার্জন করে থাকেন। কিন্তু এই ব্যবসা করতে গেলেও অনেক টাকা (Dairy Business) পুঁজি দরকার হয়। একটি ছোট খাটো ডেয়ারি ফার্ম খুলতে গেলেও অনেক অনেক টাকার দরকার হয়, খরচ পড়ে লক্ষ লক্ষ টাকা। আর বড় মাপের ডেয়ারি খোলার জন্য এবং তা প্রাথমিক পরিচালনার জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত দরকার পড়ে।
কিন্তু আপনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলে উত্তরপ্রদেশের রাজ্য সরকার আপনার ডেয়ারি ফার্মের জন্য ভর্তুকি দেবে। একটি ডেয়ারি খোলার জন্য (Dairy Business) সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দেবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ডেয়ারি ইউনিট স্থাপন, পশুখাদ্য উৎপাদন, ডেয়ারি কারখানার আধুনিকীকরণ, সহায়ক সরঞ্জাম স্থাপনের জন্য সরকার এই ভর্তুকি দিয়ে থাকবে।
কীসে কীসে মিলবে ভর্তুকি
উত্তরপ্রদেশ সরকার ডেয়ারি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ইউনিট খোলার জন্য আর্থিক সহায়তা দেবে। কেউ একটি ডেয়ারি ইউনিট খুললে তাঁকে মোট পুঁজির ৩৫ শতাংশ সর্বোচ্চ ৫ কোটি টাকা দেওয়া হবে। পশুখাদ্য ও পুষ্টি উপাদান বিক্রির ইউনিট খুললেও একইভাবে সর্বোচ্চ ৫ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। দুগ্ধ কারখানার আধুনিকীকরণের জন্য মোট খরচের ৩৫ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২.৫ কোটি টাকা দেওয়া হবে। ট্রেসেবিলিটি ও মান নির্ণায়ক যন্ত্রপাতি কেনার জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে।
ভ্যান, ট্যাঙ্কার, ফ্রিজার ইত্যাদি সহ কোল্ড চেইন সিস্টেম স্থাপনের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত খরচের ৩৫ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। পশুখাদ্য ইউনিটের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে ভর্তুকি। ক্ষুদ্র ব্যবসার যন্ত্রপাতি কেনার জন্য খরচের ৫০ শতাংশ হিসেবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে সরকারের তরফে।






















