Gold Price Today: ব্যাপক পতন সোনার দামে ! সপ্তাহের দ্বিতীয় দিনেই সস্তায় সোনা কেনার সুযোগ; এখনই কিনলে কত দামে পাবেন ?
West Bengal Gold Silver Rate on 19 August: কলকাতার বাজারে আজ ১৯ অগাস্ট মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দাম কিছুটা কমেছে। ১৬ অগাস্ট জন্মাষ্টমীর বাজারে সস্তা হয়েছিল সোনার দাম। আজ আরও সস্তা সোনা।

Gold Silver Price: গত সপ্তাহের মঙ্গলবারে সস্তা হয়েছিল সোনার দাম। তবে সেই দামের থেকেও আজ নেমে গিয়েছে সোনা-রুপোর দাম। এক সপ্তাহে প্রায় ৫০০ টাকা সস্তা (Gold Rate Today) হয়েছে ২৪ ক্যারাট সোনা। অন্যদিকে কেজিতে ৩০০ টাকা সস্তা হয়েছে রুপোর দাম। এর আগে জন্মাষ্টমীর দিন দাম কমেছিল, এবার ফের সস্তা হল সোনা। কলকাতায় আজ ১৯ অগাস্ট সোনা কিনতে স্বস্তি মিলবে গ্রাহকদের।
কলকাতায় কত দাম রয়েছে
কলকাতার বাজারে আজ ১৯ অগাস্ট মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দাম কিছুটা কমেছে। ১৬ অগাস্ট জন্মাষ্টমীর বাজারে সস্তা হয়েছিল সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম (Gold Rate Today) হয়েছিল ১ গ্রামের জন্য ৯৯৩২ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম হয়েছিল ১ গ্রামের জন্য ৯৪৩৫ টাকা। শুক্রবারের থেকেও দাম কমেছিল কলকাতায় এদিন। সস্তায় সোনা কেনার সুযোগ ছিল গ্রাহকদের। তবে সপ্তাহের শুরুতে অর্থাৎ গতকাল সোমবার ফের দাম বেড়েছিল সোনার। আজ ফের স্বস্তি গ্রাহকদের।
আজকের সোনার দাম ( ১৮ অগাস্ট, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৯০৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৪১০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯০১৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৭২৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৩,৫১৪ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।






















