Petrol Diesel Price: বড় ঘোষণা সরকারের, 'শূন্য'তে নেমে এল এই কর- সস্তা হবে পেট্রোল ডিজেল ?
Crude Oil Windfall Tax: প্রতি সপ্তাহেই কেন্দ্র সরকার এই উইন্ডফল ট্যাক্স বদল করে। গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম এখন ব্যারেল প্রতি ৭৫ ডলারে নেমে এসেছে। এবার উইন্ডফল ট্যাক্স শূন্য করা হল।
Windfall Tax: কেন্দ্র সরকার সম্প্রতি অপরিশোধিত তেলের দামের উপর থেকে এই উইন্ডফল ট্যাক্স বাতিল করেছে। বিশ্বের বাজারে ব্যাপক হারে এই অপরিশোধিত তেলের দাম (Crude Oil) কমে যাওয়ার কারণে তেলের দামের (Petrol Diesel Price) উপর এই উইন্ডফল ট্যাক্স শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকার জানিয়েছে যে ১৮ সেপ্টেম্বর বুধবার থেকে এই উইন্ডফল ট্যাক্স (Windfall Tax) শূন্য ধরা হবে, অর্থাৎ আর কোনও কর ধার্য করা হবে না। এখনও পর্যন্ত কেন্দ্র সরকার প্রতি টনে ১৮৫০ টাকা হারে উইন্ডফল ট্যাক্স ধার্য করত। এই ট্যাক্সের মাত্রা ক্রমেই কমিয়ে আনা হচ্ছিল।
ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে
প্রতি সপ্তাহেই কেন্দ্র সরকার এই উইন্ডফল ট্যাক্স বদল করে। গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম এখন ব্যারেল প্রতি ৭৫ ডলারে নেমে এসেছে। এর আগে এপ্রিল মাসেই এই অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেলে ৯২ ডলার। বিজ্ঞপ্তিতে কেন্দ্র সরকার জানিয়েছে পেট্রোল, ডিজেল ও এয়ার টারবাইন ফুয়েলের রফতানির উপর এই উইন্ডফল ট্যাক্স ১৮৫০ টাকা থেকে কমিয়ে এক ধাক্কায় শূন্য করা হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই দাম।
এই কারণে আরোপ করা হয় উইন্ডফল ট্যাক্স
এই উইন্ডফল ট্যাক্স মূলত অতিরিক্ত আবগারি কর হিসেবে আরোপ করা হয় অপরিশোধিত তেলের দামের উপর। এর আগে ৩১ অগাস্ট কেন্দ্র সরকার কমিয়েছিল উইন্ডফল ট্যাক্সের মাত্রা। তখন কেন্দ্র সরকার প্রতি টন তেলের দামে উইন্ডফল ট্যাক্স ২১০০ টাকা থেকে কমিয়ে করেছিল ১৮৫০ টাকা।
২০২২ সাল থেকে শুরু হয় এই উইন্ডফল ট্যাক্স
১ জুলাই ২০২২-এ অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়েছিল। এর মাধ্যমে ভারত সেই সব দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা জ্বালানি তেল উৎপাদনকারী এবং বিপণনকারী সংস্থার মুনাফার উপর কর আরোপ করে থাকে। প্রাথমিকভাবে এই কর দেশের সমস্ত তেল উৎপাদনকারী সংস্থার উপর ধার্য করা হয়েছিল। পরে এই কর চাপানো হয় পেট্রোল, ডিজেল ও এটিএফ রফতানির উপরেও। এই কর আরোপের মাধ্যমে বেসরকারি তেল বিপণনকারী সংস্থাগুলিকে উচ্চমূল্যে বিদেশে তেল সরবরাহ করা থেকে নিরুৎসাহিত করতে চায় কেন্দ্র সরকার।
আরও পড়ুন: Gold Silver Price: বুধবারে কমল রুপোর দাম, সোনার দামেও আজ বড় বদল- আজ কিনলে লাভ হবে ?