Work From Home: ওয়ার্ক ফ্রম হোমের নামে ৫৭ লাখ খোয়ালেন যুবক, এই ৩ ভুল আপনিও করছেন না তো ?
Part-Time Job Scam: অল্প কিছু কাজ করেই প্রচুর টাকা পাবেন, বাড়িতে বসেই করতে পারবেন কাজ- এই প্রলোভনে পড়েই জালিয়াতির ফাঁদে সর্বস্বান্ত হলেন এক ২৭ বছরের যুবক।
Cyber Scam: অল্প কিছু কাজ করেই প্রচুর টাকা পাবেন, বাড়িতে বসেই করতে পারবেন কাজ- এই প্রলোভনে পড়েই জালিয়াতির ফাঁদে সর্বস্বান্ত হলেন এক ২৭ বছরের যুবক। দেশে ক্রমেই বাড়ছে এই ধরনের ওয়ার্ক ফ্রম হোমকে কেন্দ্র করে জালিয়াতির (Work From Home) ঘটনা। আর সম্প্রতি এই যুবকের ঘটনা আরও চোখ খুলে দিয়েছে সকলের। কম কাজ করে বেশি টাকা পাওয়ার লোভে পড়াই কাল হল তাঁর। যদিও এই ঘটনার পরেই পুলিশে অভিযোগ (Cyber Scam) দায়ের করেন তিনি এবং সাইবার অপরাধ দমন শাখার পুলিশ ১৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ে করাও হয়েছে, শুরু হয়েছে মামলা।
অগাস্ট মাসে শুরু হয় জালিয়াতি
এই বছরই ১৬ অগাস্ট ২৭ বছর বয়সী এই ব্যবসায়ী এক মহিলার কাছ থেকে একটি মেসেজ পান। তিনি জানান যে প্রতিদিন ৩ ঘণ্টা করে অনলাইনে কাজের বিনিময়ে তিনি সেই ব্যক্তিকে দিনে ৪৬৫০ টাকা দেবেন। দুই দিন পরে তিনি অন্য একজন মহিলার থেকে আবার একটি মেসেজ পান যাতে সেই ব্যবসায়ী সংস্থার প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নেন। আর এরপরেই তাঁকে জানানো হয়েছে যে তাঁর ডিজিটাল ওয়ালেটে ১০ হাজার টাকা জমা হয়েছে। আর কাজ শুরু করলে তাঁর ব্যালান্স আরও বেড়ে যাবে।
সংস্থায় বিনিয়োগের নামে প্রতারণা
এই ঘটনার পরে সেই ব্যক্তিকে মহিলা মেসেজে জানান যে ম্যাঙ্গো ফ্যাশন নামের একটি সংস্থায় তিনি যাতে বিনিয়োগ করেন। আর কিছু সময়ের মধ্যেই সেই ব্যবসায়ী জালিয়াতদের দেওয়া ১১টি অ্যাকাউন্টে ৫৮ লক্ষ টাকা ট্রান্সফার করে। এই বিনিয়োগ এবং কাজ থেকে উপার্জন মিলিয়ে তাঁর ডিজিটাল ওয়ালেটে মোট ৭৬ লক্ষ টাকা দেখা যাচ্ছিল। কিন্তু সেই টাকা তোলার চেষ্টা করতেই বুঝতে পারেন যে এটা সম্পূর্ণ একটি প্রতারণা। তাঁর অ্যাকাউন্ট থেকে মাত্র ৩১ হাজার টাকাই তুলতে পেরেছিলেন তিনি।
১৩ দিনেই সর্বস্বান্ত
২৯ অগাস্ট সেই ব্যবসায়ী সাইবার ক্রাইম হেল্পলাইনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন, এরপরেই পুলিশ তদন্ত করতে শুরু করে। ২৪ ডিসেম্বর এই মামলায় ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: GST: পুরনো গাড়ি এই দামে বিক্রি করলে কোনো ট্যাক্স দিতে হবে না, কী জানাল কেন্দ্র ?