GST: পুরনো গাড়ি এই দামে বিক্রি করলে কোনো ট্যাক্স দিতে হবে না, কী জানাল কেন্দ্র ?
GST on Old Used Cars: পুরনো বৈদ্যুতিন গাড়ি সহ অন্য ব্যবহৃত যানবাহনের উপর কীভাবে ট্যাক্স লাগবে তা নিয়ে একটি বিস্তারিত FAQ জারি করেছে কেন্দ্র সরকার যেখানে গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
GST on Sale of Old Car: পুরনো ও ব্যবহৃত গাড়ির বিক্রির উপর জিএসটি চাপানোয় সমালোচনার মুখোমুখি হচ্ছে কেন্দ্র সরকার। ২১ ডিসেম্বর ২০২৪ জিএসটি কাউন্সিলে পুরনো ও ব্যবহৃত যানবাহনের বিক্রির উপর জিএসটি (GST on Old Car) আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিন গাড়িও। ব্যাপক সমালোচনার পরেও তিনদিন পরে সরকারের তরফে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরনো গাড়ি বিক্রির মার্জিন যদি নেতিবাচক (GST) হয় অর্থাৎ কেউ যদি পুরনো গাড়ি কম টাকায় লোকসানে বিক্রি করেন তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না।
পুরনো বৈদ্যুতিন গাড়ি সহ অন্যান্য সমস্ত ব্যবহৃত যানবাহনের উপর কীভাবে ট্যাক্স প্রযুক্ত হবে তা নিয়ে একটি বিস্তারিত FAQ জারি করেছে কেন্দ্র সরকার যেখানে উদাহরণ দিয়ে গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
বৈদ্যুতিন গাড়ি ছাড়া অন্য সমস্ত ব্যবহৃত যানবাহন বিক্রির ক্ষেত্রে কী পরামর্শ দেওয়া হয়েছে ?
জিএসটি কাউন্সিলের পক্ষ থেকে ইভি সহ সমস্ত পুরনো ও ব্যবহৃত যানবাহনের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি কাউন্সিল নতুন কোনো কর আরোপের সুপারিশ করেনি।
পুরনো গাড়ি বিক্রির জন্য কাকে জিএসটি দিতে হবে ?
যারা নিবন্ধীত উপায়ে পুরনো গাড়ির ব্যবসা করেন, তাদেরকেই কেবলমাত্র এই জিএসটি দিতে হবে।
পুরনো গাড়ি অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করলেও জিএসটি দিতে হবে ?
এইক্ষেত্রে যে ব্যক্তি গাড়ি বিক্রি করছেন, তাকে কোনো জিএসটি দিতে হবে না।
পুরনো গাড়ির বিক্রয়মূল্যের উপর জিএসটি দিতে হবে ?
জিএসটিতে নিবন্ধীত কোনো ব্যক্তি যদি আয়কর আইন ১৯৬১-এর ধারা ৩২ অনুসারে ডেপিসিয়েশন দাবি করেন তাহলে তাঁকে কেবলমাত্র সাপ্লায়ারের মার্জিন ভ্যালুর উপর জিএসটি দিতে হবে। অর্থাৎ যাত্রীবাহী গাড়ির বিক্রয়মূল্য এবং ডেপ্রিসিয়েটেড মূল্যের পার্থক্যের উপরে জিএসটি দিতে হবে। এক্ষেত্রে কেউ যদি লোকসান করে বিক্রি করেন গাড়ি তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না।
কোনো ব্যক্তি তাঁর ব্যবহৃত পুরনো গাড়ি যা তিনি ২০ লাখ টাকায় কিনেছিলেন, তা যদি অন্য কাউকে ১০ লাখ টাকায় বিক্রি করে দেন, এবং আয়কর আইনের অধীনে ৮ লাখ টাকার ডেপ্রিসিয়েশন কস্ট দাবি করেন, সেক্ষেত্রে তাঁকে সাপ্লায়ারের মার্জিন দিতে হবে, কোনো জিএসটি দিতে হবে না। যদি ডেপ্রিসিয়েটেড মূল্য ১২ লাখ টাকা হয় এবং গাড়ির বিক্রয়মূল্য ১৫ লাখ টাকা হয়, সেক্ষেত্রে সরবরাহকারীকে ৩ লক্ষ টাকার মার্জিনে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। আর কোনো ব্যক্তি যদি ১২ লাখ টাকায় কেনা গাড়ি ১০ লাখ টাকায় বিক্রি করতে চান, সেক্ষেত্রে কোনো জিএসটি দিতে হবে না।