World Youngest Billionaire: ১৯ বছর বয়সে বিশ্বের কমবয়সী ধনকুবের এই মেয়ে, কী করেন ?
Business News: এই মেয়ের কাছে রয়েছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির (World Richest) তকমা। জানেন কে এই লিভিয়া ভয়েট (Livia Voigt)।
Business News: মাত্র ১৯ বছর বয়সেই ধনকুবের (Billionaire) । এই মেয়ের কাছে রয়েছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির (World Richest Woman) তকমা। জানেন কে এই লিভিয়া ভয়েট (Livia Voigt)।
World Youngest Billionaire: ফোর্বসের তালিকায় উঠে এসেছে এর নাম
সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে মোট ২৭৮১ জন স্থান পেয়েছেন। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ১৯ বছরের এক তরুণীও। ফোর্বসের বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, মাত্র 19 বছর বয়সী ব্রাজিলিয়ান ছাত্রী লিভিয়া ভয়েট বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা বিলিয়নেয়ার হওয়ার খেতাব পেয়েছেন। এর আগে এই খেতাবটি ছিল ১৯ বছর বয়সী ইতালীয় তরুণী ক্লেমেন্তে দেল ভেচিওর হাতে। তিনি লিভিয়া ভয়েটের চেয়ে মাত্র দুই মাসের বড়।
Livia Voigt কে ?
বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারের খেতাব জয়ী লিভিয়া ভয়েটও ব্যবসায়ী পরিবারের সদস্য। তার পারিবারিক কোম্পানি অন্যতম শীর্ষ গাড়ি উৎপাদনকারী কোম্পানি। WEG নামের এই মোটর কোম্পানিতে Livia Voigt-এর সবচেয়ে বেশি ব্যক্তিগত শেয়ার রয়েছে। এই সংস্থাটি লিভিয়া ভয়েটের দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়েট শুরু করেছিলেন। ফোর্বসের মতে, লিভিয়া ভয়েটের মোট সম্পদের পরিমাণ প্রায় 1.1 বিলিয়ন ডলার।
Indian Youngest Billionaire: ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার কে ?
ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে রয়েছে জিরোধার প্রতিষ্ঠাতা নিতিন কামাথ ও নিখিল কামাথের নাম। এছাড়াও, শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট সচিন এবং বিনি বনসলও ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারের খেতাব পেয়েছেন।
Savitri Jindal: সাবিত্রী জিন্দাল ভারতের সবচেয়ে ধনী মহিলা
ফোর্বসের প্রকাশিত বিলিয়নেয়ারদের তালিকায় প্রায় 200 জন ভারতীয় তাদের জায়গা করে নিয়েছেন। মুকেশ আম্বানি ভারত এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে উঠে এসেছেন, যেখানে জিন্দাল গ্রুপের চেয়ারপারসন সাবিত্রী জিন্দাল ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৩৫.৫ বিলিয়ন ডলার।
সিটি ইনডেক্সের নতুন আন্তর্জাতিক নারী দিবসের সমীক্ষা অনুসারে, ভারতের 15 জন মহিলা বিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। সমীক্ষা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদ $20.2 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে সাইরাস মিস্ত্রির স্ত্রী রোহিকা সাইরাস মিস্ত্রির নাম, যার সম্পদ রয়েছে সাড়ে ৭ বিলিয়ন ডলার।