Yes Bank: ৪০ শতাংশ বাড়ার পরেই ফের পতন ইয়েস ব্যাঙ্কের শেয়ারে, হোল্ড করবেন নাকি বেচে দেবেন ?
Yes Bank Share Price: বিগত সপ্তাহে প্রায় ৪০ শতাংশ বেড়েছিল এই শেয়ারের দাম। এই ব্যাঙ্কের শেয়ার এখন ১১ শতাংশ পড়ে গিয়েছে। কী করবেন ? ইয়েস ব্যাঙ্কের শেয়ার কি পোর্টফোলিওতে আছে ?
Share Market: গত সপ্তাহে বেশ কিছু PSU ব্যাঙ্কের স্টক ভাল পারফর্ম করেছিল। এক সপ্তাহে ভাল রিটার্ন দিয়েছিল কিছু কিছু স্টক। তবে তাদের মধ্যে আলোচনায় ছিল ইয়েস ব্যাঙ্কের (Yes Bank Share Price) শেয়ারের দাম। এক সপ্তাহের মধ্যে এই ব্যাঙ্কের শেয়ার বেড়েছিল প্রায় ৪০ শতাংশ। বহুদিন যাবত সেভাবে ভাল পারফর্ম করেনি এই শেয়ার, তারপরই দুরন্ত গতি এল স্টকে। গত সপ্তাহের শেষ ট্রেডিং ডে'তে স্টকের দামে গতি দেখিয়ে বন্ধ হয়েছে বাজার। তারপর সোমবারই বড় পতন। ৪০ শতাংশ বেড়েছিল শেয়ারের দাম, এবার ১১ শতাংশ পতন ইয়েস ব্যাঙ্কের শেয়ারে।
কত রিটার্ন এসেছে এই স্টকে
সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইয়েস ব্যাঙ্কের (Yes Bank Share Price) শেয়ার দিনের সর্বনিম্ন সীমায় ২৮.০৫ টাকার স্তরে নেমে আসে। লিস্টিংয়ের সময় এই স্টকের দাম ছিল ২৯.১০ টাকা। তারপর ওঠানামা চলেছে। এখনও পর্যন্ত শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩২.৮৫ টাকা এবং সর্বনিম্ন দাম ১৪.৪০ টাকা। শেষ তিন মাসে এই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগকারীরা ৫৮.১০ শতাংশ রিটার্ন পেয়েছেন। ৬ মাসের হিসেবে রিটার্ন এসেছে ৭০.৩২ শতাংশ, আর বিগত ২ বছরের হিসেবে এই শেয়ারে ১০৮.৯৮ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
কেন বেড়েছিল শেয়ারের দাম
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা হয়েছিল যে HDFC ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের (Yes Bank Share Price) ৯.৫ শতাংশ স্টেক অধিগ্রহণ করবে। আর এই সংবাদ জারির পর থেকেই র্যালি দেখা যায় ইয়েস ব্যাঙ্কের শেয়ারে। তবে এদিন সোমবারের বাজারে বেশ পতন লক্ষ করা যায়। শুরু থেকেই রেড জোনে চলে যায় ইয়েস ব্যাঙ্কের শেয়ার। দুপুর ১২টা নাগার প্রায় ১১ শতাংশ পড়ে যায় শেয়ারের দাম। তবে আবার কিছুটা বাড়ে। দুপুর ৩টে নাগাদ শেয়ারের দাম ৯ শতাংশের কিছু বেশি হ্রাস পেয়ে ট্রেড করতে থাকে।
বেচে দেবেন নাকি ধরে রাখবেন
বাজার বিশেষজ্ঞদের মতে, ইয়েস ব্যাঙ্কের (Yes Bank Share Price) শেয়ারের দাম এদিনের বাজারে ২৮.৩৫ টাকায় ট্রেড করেছে এবং দামের মধ্যে ২৭ টাকার সীমায় একটি শক্তপোক্ত সাপোর্ট রয়েছে। ফলে এদিকে পুলব্যাক হলে পরে আবার দাম বেড়ে হতে পারে ৩৭-৩৮ টাকার কাছাকাছি।
((মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরে রিটার্ন দিয়েছে ৬৫০ শতাংশ ! ৫০ টাকারও কম দাম এই স্টক কেনা আছে ?