(Source: ECI/ABP News/ABP Majha)
Cyber Fraud: ইউটিউবে ভিডিও লাইক করে রোজগারের ফাঁদ ! পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি
YouTube Fraud: সাইবার জালিয়াতির ফাঁদ এবার ইউটিউবে। ভিডিও লাইক করলেই দেওয়া হবে টাকা !
YouTube Fraud: সাইবার জালিয়াতির ফাঁদ এবার ইউটিউবে। ভিডিও লাইক করলেই দেওয়া হবে টাকা ! এই টোপ দিয়ে হচ্ছিল জালিয়াতি। সম্প্রতি এমনই এক বড় প্রতারণাচক্রের হদিশ পয়েছে পুলিশ। জেনে নিন, কীভাবে আপনাকেও ফাঁদে ফেলতে পারে ঠগরা।
Tech News: ৫০ টাকা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লুঠ
বর্তমানে দেশে সাইবার জালিয়াতির ঘটনা ক্রমশ বাড়ছে। প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে তাদের ফাঁদে ফেলছে। সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে পুলিশের। যেখানে ইউটিউব ভিডিও লাইক দেওয়ার নামে মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আসলে, স্ক্যামাররা YouTube ভিডিও লাইক করার জন্য ৫০ টাকা দেওয়ার কথা বলেন এক ব্যক্তিকে। শুরুতে প্রতারকরা ওই ব্যক্তিকে কিছু টাকাও পাঠান। পরে ওই টাকার লোভেই লক্ষ টাকা হারান ওই ব্যক্তি।
Cyber Crime: গুরুগ্রামের মহিলা হারিয়েছেন সাড়ে আট লক্ষ টাকা
পিটিআই রিপোর্ট বলছে, গুরগাঁওয়ের বাসিন্দা সিমরনজিৎ সিং নন্দা ইউটিউব জালিয়াতির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করেছেন। তাঁর দাবি, তাঁর ভুলের কারণেই একজন প্রতারক সিমরনের কাছ থেকে ৮.৫ লক্ষ টাকা হাতিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতারক হোয়াটসঅ্যাপের মাধ্যমে মহিলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথমে বিনিয়োগের সুযোগের কথা বলেই শুরু হয়েছিল বাক্যালাপ। পরে মহিলাকে একটি টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করে প্রতারক। যেখানে তাঁকে বলা হয়, ইউটিউব ভিডিও লাইক করার জন্য ৫০ টাকা পাবেন ওই মহিলা।
পুলিশের অভিযোগে সিমরনজিৎ জানিয়েছেন, প্রতারকরা পরে মার্চেন্ট টাস্কের নামে টাকা ট্রান্সফার করতে বলে। পেমেন্ট করতে সমস্যা হচ্ছে বলে মহিলার থেকে হাতিয়ে নেওয়া হয় ওটিপি। এরপরই সিমরনজিতের ৮.৫ লক্ষ টাকা উধাও করে দেয় প্রতারকরা। ইউটিউব ভিডিওর মাধ্যমেও অ্যাকাউন্ট ক্লিয়ার করা হচ্ছে
সম্প্রতি, এটাও জানা গেছে যে স্ক্যামাররা AI টুলের সাহায্যে ভিডিও তৈরি করছে ও এই ভিডিওগুলির মাধ্যমে দর্শকের সিস্টেমে ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে। পরবর্তীকালে অর্থ ও তথ্য চুরি করা করা হচ্ছে ভিউয়ারদের অ্যাকাউন্ট থেকে। সাইবার ইন্টেলিজেন্স ফর্ম ক্লাউডসেক জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরের পরে এই ধরনের ভিডিওগুলির অনুপাত ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়েছে। যাতে স্ক্যামাররা ম্যালওয়্যার লুকিয়ে রাখছে। আসলে, এই ভিডিওগুলির বর্ণনায় স্ক্যামাররা লোকেদের অ্যাপ বা সফ্টওয়্যার ডাউনলোড করতে বলে। তারপরে এই সফ্টওয়্যারের মাধ্যমে তারা মানুষের ডেটা চুরি করে। বিশেষ করে টিউটোরিয়াল সম্পর্কিত ভিডিওতে এটি বেশি করা হচ্ছে।
YouTube Fraud: নিজেকে নিরাপদ রাখুন
আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে নিজেকে নিরাপদ রাখতে চান, তাহলে সর্বদা সতর্ক ও সতর্ক থাকুন। কোনও অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য সামনের ব্যক্তির সাথে শেয়ার করবেন না, কারও কথায় বিশ্বাস করবেন না। যখনই লেনদেনের কথা আসবে অবিলম্বে সতর্ক হন ও লোভের বশবর্তী হয়ে কারও ফাঁদে পা দেবেন না।
আরও পড়ুন : Aadhaar Card : প্রতারকরা চুরি করছে আপনার আধারের তথ্য, কীভাবে রুখবেন জানেন ?