(Source: ECI/ABP News/ABP Majha)
Zomato Share Price: জোম্যাটোর শেয়ারে ধস, দর কমে হল ৬৪.৭০ টাকা
Zomato: গত বছরের ১৪ জুলাই সকাল ১০টায় শেয়ার ছাড়ার পর প্রথম তিন ঘণ্টাতেই জোম্যাটোর ৩৬ শতাংশ শেয়ার বিক্রি হয়ে যায়। কিন্তু শুরুতে আগ্রহ থাকলেও, পরে সরে দাঁড়ান বিনিয়োগকারীরা।
নয়াদিল্লি: ৯,৩৭৫ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে গত বছরের জুলাইয়ে বাজারে আইপিও (IPO) ছাড়ে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করাই এই সংস্থার লক্ষ্য ছিল। শুরুটা ভালই হয়, কিন্তু যত সময় গড়িয়েছে, ততই সমস্যায় পড়েছে জোম্যাটো। শেয়ারের দাম কমেছে, বিনিয়োগের পরিমাণও কমেছে। আজ জোম্যাটোর শেয়ারের দাম কমে হয়েছে মাত্র ৬৪.৭০ টাকা। সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় জোম্যাটোর শেয়ারের যা দর ছিল, আজ তার চেয়ে দর ৭ শতাংশ কমে গিয়েছে। এ বছরের প্রথম চার মাসে জোম্যাটোর বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ ৫৪ শতাংশ কমে গিয়েছে। গত এক মাসে জোম্যাটোর শেয়ারের দর ২৫ শতাংশ কমে গিয়েছে।
জোম্যাটোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া গত মাসে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি সংস্থাগুলির কার্যকলাপ, ব্যবসার পদ্ধতি, লাভের পরিমাণ নিয়ে তদন্তের নির্দেশ দেয়। বিশেষ করে জোম্যাটোর বিরুদ্ধে অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ ওঠায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরেই একধাক্কায় কমে যায় জোম্যাটোর শেয়ারের দর। বিনিয়োগকারীরা জোম্যাটোর শেয়ার ছেড়ে দিচ্ছেন। ২০২১-এর ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে যেখানে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১১.৩১ শতাংশ, তা এ বছরের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে কমে হয়েছে ১০.৪৪ শতাংশ। মিউচুয়াল ফান্ড হোল্ডিংয়ের পরিমাণও ৩.৮৮ শতাংশ থেকে কমে হয়েছে ২.৮২ শতাংশ।
১৪ জুলাই শেয়ার ছাড়ে জোম্যাটো
গত বছরের ১৪ জুলাই সকাল ১০টায় বাজারে শেয়ার ছাড়ে জোম্যাটো। প্রতিটি শেয়ারের দাম রাখা হয় ৭২ থেকে ৭৬ টাকার মধ্যে। ফেস ভ্যালু এক টাকা করে। জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়, ৯,০০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ার ছাড়া হচ্ছে বাজারে। এছাড়া নকরি ডট কম যে সংস্থার অধীনস্থ, সেই ইনভেস্টর ইনফো এজ (ইন্ডিয়া)-র ৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। আইপিও চালু করার আগের দিন থেকেই অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করা হয়। তার মাধ্যমে ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করে জোম্যাটো। ১৮৬ জন অ্যাঙ্কর ইনভেস্টর ৭৬ টাকা করে মোট ৫৫,২১,৭৩,৫০৫টি শেয়ার কেনেন। কিন্তু বছর ঘোরার আগেই মুখ থুবড়ে পড়ল জোম্যাটোর শেয়ার।