এক্সপ্লোর
প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তি, গড়বেতায় বাবার চড়ে মৃত্যু কিশোরীর
গোয়ালতোড়ের আমলাশুলির বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই! গ্রেফতার অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, মৌসুমি মাঝি। গোয়ালতোড়ের আমলাশুলির বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ সূত্রে খবর, বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওই কিশোরী তার পিসির বাড়ি গড়বেতার চন্দ্রকোণা রোডে এসেছিল।রবিবার সন্ধেয় মেয়েকে বাড়ি নিয়ে যেতে আসেন বাবা।সেই সময় প্রণয়ঘটিত সম্পর্ক নিয়ে বাবার সঙ্গে মেয়ের অশান্তি হয়।বচসা চলার মধ্যেই মেয়েকে সপাটে চড় মারেন বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ের। গ্রেফতার করা হয় বাবাকে। কিশোরীর মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















