Make Me Pregnant Advertisement: মা হতে চেয়ে কাতর আর্জি মহিলার, বিনিময়ে মোটা টাকার প্রলোভন, ফাঁদে পা দিয়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন যুবক
Get Me Pregnant Scam: মহারাষ্ট্রের পুণে থেকে এই ঘটনা সামনে এসেছে।

পুণে: সন্তানধারণে সাহায্য করলেই মোটা টাকা মিলবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক। সাইবার অপরাধের দুনিয়ায় এবার নয়া চক্রের খোঁজ মিলল। ‘Get me pregnant’ বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দেন তিনি। (Get Me Pregnant Scam)
মহারাষ্ট্রের পুণে থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, অনলাইনে একটি বিজ্ঞাপন দেখেন ওই যুবক, যাতে লেখা ছিল, ‘আমাকে মা বানাতে পারেন এমন পুরুষের খুঁজছি’। সেই বিজ্ঞাপনে সাড়া দেন প্রতারণার শিকার ওই যুবক। এর পর এক মহিলা তাঁকে মোটা টাকার প্রস্তাবও দেন বলেও জানা গিয়েছে। যদিও সত্যি সত্যিই কোনও মহিলা তাঁকে প্রস্তাব দিয়েছিলেন কি না সন্দিহান তদন্তকারীরা। (Make Me Pregnant Advertisement)
পেশায় কন্ট্র্যাক্টর ওই যুবক অভিযোগে জানিয়েছেন, অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি দেশে সাড়া দেন তিনি। এর পর পরই, একটি ভিডিও বার্তা আসে তাঁর কাছে, যাতে এক মহিলা কাতর আর্জি জানান তাঁর কাছে। এর পর বেশ কিছু মানুষ যোগাযোগ করেন তাঁর সঙ্গে। ওই মহিলাকে গর্ভবতী করতে পারলে মোটা টাকা মিলবে বলে লোভ দেখানো হয় তাঁকে। কিন্তু সেই বন্দোবস্ত হওয়ার আগে কিছু প্য়াকেজ কিনতে হবে বলে জানানো হয়। আর তাতেই ১১ লক্ষ টাকা বেরিয়ে যায় যুবকের।
সিনিয়র পুলিশ অফিসার চন্দ্রশেখর সাওয়ন্ত জানিয়েছেন, নানা যুক্তি দিয়ে বিভিন্ন প্যাকেজ কিনতে বাধ্য় করা হয় ওই যুবককে। রেজিস্ট্রেশন ফি থেকে মেম্বারশিপ ফি, গোপনীয়তা রক্ষার চুক্তি বাবদ ফি, প্রক্রিয়াগত ফি, হাজারো রকমের টাকা আদায় করা হয়। অন্যথায় কাজ এগোবে না বলে ভয় দেখানোও হয় তাঁকে। অনলাইন টাকা পাঠাতে পাঠাতে একসময় ১১ লক্ষ খরচ হয়ে যায় যুবকের। এর পরই টনক নড়ে তাঁর। সেই মতো থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে, ২০২২ সালে এমনই প্রতারণাচক্রের পর্দাফাঁস হয়েছিল, যেখানে ‘প্রেগন্যান্ট জব’, ‘প্লেবয় সার্ভিস’-এর নামে মানুষজনকে ফাঁসানো হচ্ছেল। দেশের বিভিন্ন রাজ্যে ওই প্রতারণাচক্রের জাল ছড়িয়েছিল। এক্ষেত্রেও তারই পুনরাবৃত্তি ঘটেছে বলে মত তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, অনলাইন মাধ্যমে সন্দেহজনক বিজ্ঞাপন এড়িয়ে চলা উচিত সকলের। বিশেষ করে ব্যক্তিগত কাজ বা সেই ধরনের প্রস্তাব, টাকা চাওয়া হলে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত। এই ঘটনার নেপথ্যে বৃহত্তর কোনও চক্র কাজ করছে কি না, তদন্তে নেমেছে পুলিশ।
২০২২ সালের শেষ দিকে এবং ২০২৩ সালের গোড়ার দিকে বিহারের নওয়াদা থেকেই এই ধরনের প্রতারণাচক্র মাথাচাড়়া দেয়। ‘All India Pregnant Job Service’ নামে বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে একাধিক রাজ্য়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে বেছে বেছে বেকার, মরিয়া লোকজনকেই ফাঁদে ফেলতে শুরু করে প্রতারকরা। নিঃসন্তান মহিলাকে সন্তানের মা বানাতে পারলে ৫ থেকে ২৫ লক্ষ টাকা মিলবে বলে প্রলোভন দেওয়া হয়। বিনিময়ে প্যান, আধার, ছবির পাশাপাশি, রেজিস্ট্রেশন, সিকিওরিটি ডিপোজিট, কর, হোটেল বুকিংয়ের নামে মোটা টাকা হাতানো হয়। ‘Baby Birth Agreement’ সই করানো হয় অনেককেই। এমনকি বিখ্যাত তারকাদের সই জাল করেও প্রলোভন দেওয়া হয়। একবার ফাঁদে পা দিলে শুরু হয় হুমকি, ব্ল্যাকমেলিং। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ।






















