Nirav Modi Extradition : প্রত্যর্পণে ছাড়পত্র, দেশে আনা হবে নীরব মোদিকে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংক্রান্ত জালিয়াতিতে অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদি।
দিল্লি : প্রত্যর্পণে অনুমতি দিলেন ইউনাইটেড কিংডমের হোম মিনিস্টার। ভারতে ফেরানো হবে ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদীকে। শ্রীঘ্রই ভারতে নিয়ে আসা হতে পারে এই বিতর্কিত বিলিওনিয়ারকে। দেশে প্রত্যর্পণের ছাড়পত্র দিয়েছে UK গভর্নমেন্ট।
সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে নীরব মোদীকে ভারতে আনার বিষয়ে আশার আলো দেখতে পায় নয়াদিল্লি। ব্রিটেনের ওয়েস্ট মিনস্টার আদালতে নিজেদের সাক্ষ্য প্রমাণ রাখে ভারত। সেখানে বলা হয়, পিএনবি থেকে ১৪ হাজার কোটি টাকা প্রতারণায় যুক্ত নীরব মোদি।
যা শুনানির পর মেনে নেয় ব্রিটেনের আদালত। তারা পাল্টা জানায় ভারতে, প্রত্যর্পণ করা হলে নীরব মোদি বিচার পাবেন না, এরকম কিছু মনে হয় না তাদের।
এরপরই ব্রিটেনের হোম মিনিস্টার কাছে বিষয়টি দেখার জন্য পাঠায় আদালত। এদিন সেই মামলার সূত্র ধরে নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশে স্বাক্ষর করেছেন হোম মিনিস্টার। তবে এখনও মেটেনি জটিলতা। চাইলে ফের ভারতে না যাওয়ার জন্য আদালতে যেতে পারেন নীরব।
গত ফেব্রুয়ারিতে ছিল নীরব মোদীর মামলার শুনানি। ব্রিটেনের আদালতে, নীরবের আইনজীবী জানান, করোনা পরিস্থিতিতে তাঁর মক্কেলের মানসিক অবস্থা ভালো নয়। এছাড়াও ভারতীয় জেলের অপরিষ্কার পরিবেশে নীরব মোদীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে।