এক্সপ্লোর
নৃশংস! নভি মুম্বইতে তরুণীকে ধর্ষণ করে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতী
মহারাষ্ট্রের নভি মুম্বইতে নৃশংস ঘটনা। ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। জেজে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই তরুণী। তিনি তিতওয়ালার বাসিন্দা বলে জানা গিয়েছে। পোয়াইতে গৃহ পরিচারিকার কাজ করেন তিনি।

মুম্বই: মহারাষ্ট্রের নভি মুম্বইতে নৃশংস ঘটনা। ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। জেজে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই তরুণী। তিনি তিতওয়ালার বাসিন্দা বলে জানা গিয়েছে। পোয়াইতে গৃহ পরিচারিকার কাজ করেন তিনি। ভাশি রেল পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ভাশি ক্রিক ব্রিজের সামনে ওই তরুণীকে রেললাইনের ধারে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। গত মঙ্গলবার একটি লোকাল ট্রেনের মোটরম্যান ওই তরুণীকে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেন। খবর পাওয়ার পরই ভাশি জিআরপি-র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং দেখতে পান, ওই তরুণী জীবিত রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে ভাশি মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার তদন্ত সম্পর্কে ওয়াকিবহাল পুলিশের এক পদস্থ আধিকারিক বলেছেন, যে চিকিৎসকরা ওই তরুণীকে পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন যে, ট্রেন থেকে ফেলে দেওয়ার আগে তাঁর যৌন নিগ্রহ করা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই তরুণীকে খুন করার উদ্দেশেই দুষ্কৃতীকে তাঁকে ট্রেন থেকে ফেলে দিয়েছিলেন। নির্যাতিতার জ্ঞান ফেরেনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁর বয়ান নথিভূক্ত করা হবে।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















