![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Darjeeling KLO Terrorist: ভারত-নেপাল সীমান্ত থেকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার ১
মাস ছয়েক ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় KLO জঙ্গিদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল। এবার রীতিমতো আঁটঘাট বেঁধে ভারত-নেপাল সীমান্তে ওৎ পেতে থেকে KLO জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ।
![Darjeeling KLO Terrorist: ভারত-নেপাল সীমান্ত থেকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার ১ 1 KLO militant arrested from Siliguri Darjeeling KLO Terrorist: ভারত-নেপাল সীমান্ত থেকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/7742fbef406369b18176419f1a77c43d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সনৎ ঝা, দার্জিলিং: কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি থেকে একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি কোচবিহারে। সূত্রের খবর, অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে নেপাল পাড়ি দিচ্ছিল ওই ব্যক্তি।
মাস ছয়েক ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় KLO জঙ্গিদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল। এবার রীতিমতো আঁটঘাট বেঁধে ভারত-নেপাল সীমান্তে ওৎ পেতে থেকে KLO জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত ধনকুমার বর্মন কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা।
এসটিএফ সূত্রে খবর, নাশকতার উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করতেই নেপাল যাচ্ছিলেন ওই ব্যক্তি।
গোপন সূত্রে সেই খবর পেয়ে রবিবার সন্ধেয় ভারত-নেপাল সীমান্ত থেকে হাতেনাতে পাকড়াও করে রাজ্য পুলিশের এসটিএফ। প্রায় আড়াই মাস আগে KLO জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে অবিনাশ রায় ও মৃণাল বর্মন নামে দু’জনকে গ্রেফতার করে এসটিএফ। তাঁদের জেরা করেই কোচবিহারের বাসিন্দা ধনকুমার বর্মনের নাম উঠে আসে বলে এসটিএফ সূত্রে খবর।
শনিবারও গ্রেফতার জঙ্গি: গত শনিবারও উত্তপ্ত ছিল কাশ্মীর। গতকাল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা থেকে দুইজন জঙ্গিকে (Militant) ধরে জম্মু কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। বান্দিপোরা থেকে শ্রীনগর যাচ্ছে ওই জঙ্গি, এই খবর পাওয়ায় পরেই অভিযান চালায় পুলিশ। নাকা তল্লাশি শুরু হয়। তখনই তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে তাদের পাকড়াও করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে উদ্ধার হয়েছে একটি একে ফর্টিসেভেন (AK 47), ২টি ম্যাগাজিন, ৩০টি কার্তুজ এবং একটি পিস্তল।
গত মাসেও একাধিক এনকাউন্টার হয়েছে কাশ্মীরে। ২৮ এপ্রিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার হয়েছিল। নিহত দুই স্থানীয় জঙ্গি। উদ্ধার দুটি একে-৪৭ রাইফেল। নিহতরা জঙ্গি সংগঠন আল-বদরের সদস্য। রাতভর চলে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। এর আগে জম্মুতে সিআইএসএফ-এর বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। মৃত্যু হয়েছিল সিআইএসএফ-এর এক এএসআই-এর। বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। গত মাসেই শ্রীনগরের কাছে বদগামে জঙ্গিদের গুলিতে আহত হন এই রাজ্যের দুই নাগরিক। তাঁদের বাড়ি মালদার চাঁচলে। ভাল মজুরির আশায় দু’জনেই আপেল গাছের পরিচর্যার কাজ করতে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। বদগামে একই ভাড়া বাড়িতে দুজন থাকতেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)