- Home
-
জেলার খবর
21 July Mamata Banerjee Rally Live Update : ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুত, এবার তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা
21 July Mamata Banerjee Rally Live Update : ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুত, এবার তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা
TMC Shahid Diwas : ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
ABP Ananda
Last Updated:
21 Jul 2023 12:48 PM
Suvendu Adhikari : তৃণমূলের ২১-র মঞ্চ এখন কাটমানির মঞ্চ, পাগলু ডান্সের মঞ্চ, আক্রমণ শুভেন্দুর
TMC Shahid Diwas : মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারি নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু।
Read More
TMC Shahid Diwas: চব্বিশের মহারণের আগে শেষ ২১ জুলাই, তামিলনাড়ু থেকে হাজির তৃণমূল কর্মীরা
TMC Shahid Diwas: শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে একুশের সমাবাশে যোগ দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
Read More
TMC 21 July Rally : ২১ শের সকালে ভিক্টোরিয়া চিড়িয়াখানার পাশাপাশি SSKM দেখতেও ভিড় !
বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন অনেকে। রাতভর চলেছে ঘোরাঘুরি।
Read More
TMC Shahid Diwas : রাস্তাতেই রান্নাঘর, ডিম নয়, দুপুরে মাংস-ভাতের বন্দোবস্ত, একুশের মাঝে এলাহি আয়োজন তৃণমূল কর্মী-সমর্থকদের
TMC : চেনা ডিম-ভাতের মেনুর সঙ্গে বিভিন্ন জায়গাতে মাংস-ভাত থেকে ডাল, আলু-পোস্ত, মেনুতে উঠে আসে বিভিন্ন তারতম্য। শহিদ দিবসের সঙ্গে গ্রাম বাংলা দখলের সেলিব্রেশনের কোলাজই যেন দেখা যায় বিভিন্ন জায়গায়।
Read More
TMC Shahid Diwas: 'আজ বাংলা তার ১৩ জন অমর শহিদকে শ্রদ্ধা নিবেদন করবে', অনুষ্ঠানের আগে ট্যুইট অভিষেকের
TMC MP Abhishek Banerjee: 'শহিদ দিবস, প্রত্যাবর্তনের দিন। হৃদয়ের অগুনতি আবেগকে জাগিয়ে তোলার দিন', অনুষ্ঠান শুরুর আগে ট্য়ুইটারে শ্রদ্ধা নিবেদন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Read More
21 July TMC Rally News : চুল কেটে মমতার নাম, লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলাদের মিছিল, ২১ জুলাইয়ে অভিনব ছবি
21 July TMC Rally : জেলায় জেলায় দেখা যাচ্ছে অভিনব ছবি। সমর্থকদের উন্মাদনার চিত্র। একটু আলাদা ভাবে নজর কাড়ার প্রচেষ্টা।
Read More
TMC Shahid Diwas: রাস্তা থেকে উধাও অধিকাংশ বাস, অমিল ট্যাক্সিও, হয়রানির শিকার যাত্রীরা
হাওড়া স্টেশনের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও দেখা মিলছে না প্রিপেড ট্যাক্সির। চরম হয়রানির শিকার যাত্রীরা।
Read More
BJP BDO Office Gherao : TMC-র ২১ এর সমাবেশের দিনেই আজ BJP-র বিডিও অফিস ঘেরাও, পরিস্থিতি কোনদিকে মোড় নেবে ?
BJP to gherao BDO offices : মহামিছিল থেকে সুকান্ত মজুমদার বলেন, বিডিও মানে এখন, 'বেচারা দিদির অফিসার'।
Read More
TMC Shahid Diwas : তিনটি ভাগ ২১ জুলাইয়ের মূল মঞ্চের, বাঁ দিক ঘেষে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার পোডিয়াম
Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
Read More
প্রেক্ষাপট
কলকাতা : মঞ্চ প্রস্তুত। এবার তৃণমূল নেত্রীর ( Mamata Banerjee ) বার্তার অপেক্ষা। ২১ জুলাইয়ের ( 21 July Rally ) সমাবেশে যোগ দিতে দলে দলে তৃণমূল কর্মী ও সমর্থকরা পৌঁছচ্ছেন কলকাতায়। শ্যামবাজার, হাওড়া, শিয়ালদা-সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক মিছিল পৌঁছবে ধর্মতলায় সভাস্থলে। মিছিলের রুটও ঠিক করে দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের সভা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। শুক্রবার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। শাসকদলের কর্মী, সমর্থকদের জন্য প্রচুর বাস তুলে নেওয়া হয়েছে। হাওড়া স্টেশনে উধাও সরকারি বাস। অফিস টাইমে বাস পেতে নাজেহাল যাত্রীরা।
বৃহত্তর স্বার্থে বাস নেওয়া হয়েছে, এর জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। একই ছবি বর্ধমানে। বাস স্ট্যান্ড শুনশান। যাত্রী থাকলেও বাস অমিল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনে আরেক ছবি। অভিযোগ, দলের দেওয়া কার্ড ঝুলিয়ে বিনা ভাড়ায় কলকাতায় আসার জন্য ট্রেনে চড়ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। দলের কার্ডই রেলের টিকিট, দাবি বিনা ভাড়ায় ট্রেনে ওঠা তৃণমূল কর্মী, সমর্থকদের। এর ফলে গাঁটের কড়ি খরচ করে কলকাতা যাওয়ার টিকিট কেটেও অনেকে বাতিল করছেন।