TMC Shahid Diwas: রাস্তা থেকে উধাও অধিকাংশ বাস, অমিল ট্যাক্সিও, হয়রানির শিকার যাত্রীরা
হাওড়া স্টেশনের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও দেখা মিলছে না প্রিপেড ট্যাক্সির। চরম হয়রানির শিকার যাত্রীরা।
সন্দীপ সরকার, কলকাতা: তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও অধিকাংশ বাস, অমিল ট্যাক্সিও। হাওড়া স্টেশনের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও দেখা মিলছে না প্রিপেড ট্যাক্সির। চরম হয়রানির শিকার যাত্রীরা।
চরম হয়রানির শিকার যাত্রীরা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল জয়ের পরে আজ প্রথম সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই! সকাল থেকেই কলকাতামুখী জনস্রোত। জেলা থেকে বাসে-ট্রেনে- নৌকায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সকাল থেকেই ধর্মতলার সভামঞ্চের কাছে ভিড় জমছে। জেলায় জেলায় শুনশান অধিকাংশ বাস টার্মিনাস। বাসের জন্য় লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা। ট্রেনেও ভিড়। স্টেশনেও ভিড় থিক থিকে। তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জন্য় উধাও বাস। নাকাল বাস ও রেল যাত্রীরা। অফিসে বা কাজে যেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। সমাবেশে যোগ দিতে ট্রেনে করে কলকাতার পথে রওনা হয়েছেন জেলার তৃণমূলকর্মীরা। পা রাখার জায়গা নেই স্টেশনে স্টেশনে। নাকাল রেল যাত্রীরা। অফিসে বা অন্য় কাজে বেরিয়ে এদিন দিনভর নাকাল হতে হল বাস যাত্রী ও রেল যাত্রীদের।
২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে। মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট।মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা।মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট। দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন।২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত। মঞ্চে ওঠার জন্য ৩টি সিঁড়ি তৈরি করা হয়েছে। একটি সিঁড়ি ব্যবহার করবেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি ২টি সিঁড়ি অন্যদের ব্যবহারের জন্য নির্মিত।মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial