TMC 21 July Rally : ২১ শের সকালে ভিক্টোরিয়া চিড়িয়াখানার পাশাপাশি SSKM দেখতেও ভিড় !
বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন অনেকে। রাতভর চলেছে ঘোরাঘুরি।
প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল, কলকাতা : একুশে জুলাই ( 21 July TMC Rally ) উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা পৌঁছেছেন কলকাতায়। এই সুযোগে কলকাতার দর্শনীয় স্থানেও ভিড় জমাচ্ছেন তাঁরা।
৩০ বছরে পা দিল ২১ জুলাই উদযাপন। আর এবারের ২১ জুলাই সমাবেশ বিশেষ কারণ, পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। এবার জেলা জেলা থেকে বহু সমর্থকরা দল বেঁধে আসছেন। আশা করা হচ্ছে, এবার জন সমাগম বাড়বে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন অনেকে। রাতভর চলেছে ঘোরাঘুরি।
শুক্রবার সমর্থকদের সঙ্গে কথা বলতে শহরের দিকে দিকে পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ-র ক্যামেরা। সাতসকালে ২১ জুলাই মঞ্চের আশেপাশে ছাড়াও ভিড় চোখে পড়ল কলকাতার দর্শনীয় স্থানগুলিতে। যেমন, আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া চত্বরে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় দেখা গেল।
অনেকেই জানালেন, ২১ জুলাইয়ের মিছিলে যাবেন। তবে তার আগে সল্টলেক, দমদম, শিয়ালদা, হাওড়া দেখেছেন। দেখে এসেছেন এসএসকেএম-ও ! সকাল সকাল তো কলকাতার দর্শনীয় স্থানগুলি খোলে না, কিন্তু গেটের সামনে থেকেই ঘুরে যাচ্ছেন অনেকে। উদ্দীপনা এতটাই।
বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার দিকে ঝোঁক থাকলেও তারপর ধর্মতলায় একুশে জুলাইয়ের সভাস্থলে ইতিমধ্যেই কাতারে কাতারে তৃণমূল কর্মী-সমর্থকরা ভিড় করছেন। তৃণমূল নেতা মন্ত্রীরাও একে একে হাজির হচ্ছেন। সমাবেশ শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
খাওয়া-দাওয়ার দেদার আয়োজন
প্রতিবারের মতো এবারও ২১ শের সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ। একুশের সমাবেশ উপলক্ষে পিকনিকের মেজাজ। মৌলালির ফুটপাথে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না। তৃণমূল কর্মী সমর্থকরা হাত লাগিয়েছেন মাংস, ডাল, পোস্ত রান্নায়। অন্যদিকে আবার, রেস কোর্সের সামনে সকাল থেকে ছোলা মুড়ি বিতরণ করছেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতারা। রয়েছে পানীয় জলের গাড়িও। অন্যদিকে আবার হলদিয়া থেকে সাতসকালে বাসে করে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও আনন্দের আমেজ। রয়েছে এলাহি খাবারের বন্দোবস্তও। ছোলা, মুড়ি থেকে শুরু করে দুপুরের মাংস-ভাত, সব আয়োজন নিয়ে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন