South 24 Parganas: ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫
শহরে ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঋণ পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ২৩ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠল।
![South 24 Parganas: ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫ 5 arrested Accused of embezzling lakhs of rupees in the name of getting loans South 24 Parganas: ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/79744208c71baa789919359c438a64bc167984129098651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ঋণ পাইয়ে দেওয়ার নামে কাকদ্বীপের (Kakdwip) এক বাসিন্দার কাছ থেকে ৫ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। দমদমের নাগেরবাজারে ভুয়ো কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ (Kakdwip Police Station)।
প্রতারণা চক্রের পর্দাফাঁস: শহরে ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঋণ পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ ২৩ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠল। দমদমের নাগেরবাজার থেকে ২ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করল কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপের বাসিন্দা, পলাশ রায়ের দাবি, কয়েক মাস আগে ঋণ প্রয়োজন কিনা জানতে চেয়ে একটি ফোন আসে তাঁর কাছে। ৩৭ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে একাধিক নথি ও টাকা চাওয়া হয়। পলাশের দাবি, অনলাইনে ধাপে ধাপে ৫ লক্ষ ২৩ হাজার টাকা দেন তিনি। তারপরও ঋণ না মেলায় ১৬ ফেব্রুয়ারি কাকদ্বীপ থানার দ্বারস্থ হন পলাশ।
পুলিশ সূত্রে খবর, ফোন নম্বরের সূত্র ধরে শুক্রবার রাতে নাগেরবাজারে ভুয়ো কলসেন্টারের হদিশ মেলে। সেখান থেকেই ২ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করে কাকদ্বীপ থানার পুলিশ। ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাকদ্বীপ মহকুমা আদালত। প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau)। বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে বাড়তি সতর্কতা নিতে বলল NCB. সম্প্রতি সল্টলেকে পশুপালনের আড়ালে মাদকের কারবার চালানোরও অভিযোগ উঠেছে। ওড়িশা থেকে ওষুধের ব্যাগে পাচার করা হচ্ছিল ১২৮ কেজি গাঁজা। মঙ্গলবার গভীর রাতে কালিকাপুর থেকে তা উদ্ধার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। শুক্রবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকেও সম্প্রতি ১৪৪ কেজি মাদক উদ্ধার হয়েছে। এই প্রেক্ষাপটে এবার মাদক পাচারের রমরমা আটকাতে ক্যুরিয়ার সংস্থাগুলিকে এসওপি পাঠাল NCB। ইতিমধ্যেই ক্যুরিয়ার সংস্থাগুলির বৈঠক সেরেছে এই কেন্দ্রীয় সংস্থা। NCB'র এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার পাঠাতে আসবেন, তাঁদের সঠিক পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।যাঁকে পাঠানো হবে, তাঁকে পা্র্সেল দেওয়ার আগে নিতে হবে ওটিপি।স্কান্যারের মাধ্যমেও পার্সেলগুলিকে পরীক্ষা করতে বলা হয়েছে। মাঝেমধ্যেই অসময়ে কেউ ক্যুরিয়ার পাঠাতে এলে, তাঁর ওপর নজর রাখতে হবে। এদিন মাদক কারবারিদের উদ্দেশে কড়া বার্তাও দেওয়া হয়েছে NCB'র তরফে।
আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)