![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Koshiwari Accident: মুরগি বোঝাই টেম্পোতে সজোরে ধাক্কা গাড়ির, জখম কমপক্ষে ৬
Koshiwari News: মুরগি বোঝাইয়ে একটি টেম্পোতে সজোরে ধাক্কা মারল একটি প্রাইভেট কার। এর জেরে জখম হয়েছেন ওই গাড়িতে থাকা ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে।
![Koshiwari Accident: মুরগি বোঝাই টেম্পোতে সজোরে ধাক্কা গাড়ির, জখম কমপক্ষে ৬ 6 Person injured for Car And Tempo collision at Koshiwari in West Medinipur Koshiwari Accident: মুরগি বোঝাই টেম্পোতে সজোরে ধাক্কা গাড়ির, জখম কমপক্ষে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/8ec9191f8eeddd7dcda7e547fd57136e1724389970313990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমিত জানা, কেশিয়াড়ি: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই একটি টেম্পোকে পিছন থেকে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। এর জেরে জখম হলেন কমপক্ষে ৬ জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) কেশিয়াড়ি থানার ( Koshiwari) কলাবনীর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে ওড়িশা যাওয়ার সময় কলাবনীর কাছে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই টেম্পুর পেছনে সজোরে ধাক্কা মারে। প্রাইভেট কারটি দ্রুতগতিতে থাকার কারণে সেটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে স্থানীয়রা প্রথমে গাড়িতে থাকা যাত্রীদের জখম অবস্থায় উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে জাতীয় সড়কে যান চলাচক স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মুরগি বোঝাই টেম্পোটির চালক জাতীয় সড়কের পাশে আখের রস খাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন। আচমকা সেই সময় কলকাতার দিক থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় প্রাইভেট কারটি সজোরে গিয়ে মুরগি বোঝাই টেম্পোটির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এর ফলে ওই গাড়ির ভেতরে থাকা ৬ জন জখম হন। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। ৬ জনের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাইভেট কারে থাকা সকলেই হাওড়ার বেলেঘাটার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে চোখের সামনে এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকার কথা থাকলেও কীভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)