Kolkata: পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টরের
Kolkata Road Accident: গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরের। মৃতের নাম উজ্জ্বল। গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম সাব ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক লরির চালক পলাতক।
দোলের আগের দিন এমন ঘটনায় শোয়েক ছায়া নেমে এসেছে। নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সাব ইন্সপেক্টর। সেই সময়ই হঠাৎ রাতে ১১টার সময় টিটাগড়ের ওপর দিয়ে ফিরছিলেন তিনি। সেই সময়ই সেখানে এক লরির সঙ্গে বেপরোয়া সংঘর্ষ হয়। সেই সয়মই সেই লরিটি ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারে। সেই সময় গুরুতর জখম সেই সাব ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি।
আজকের মতোই রাজ্যের অন্য প্রান্তে আরও যাত্রীবাহী বেসরকারি বাসের (Private Bus) সঙ্গে পাথর বোঝাই দশচাকা লরির (Lorry) সংঘর্ষে মৃত্যু (Death) হয়েছিল বাসের দুই যাত্রীর । পথ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের (Birbhum) মল্লারপুরে (Mallarpur) । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বাসের যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।
আজ বেলা ১২ নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস । সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে লরিটির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লাগে। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙ্গে যায় । দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । দুই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।