Abhishek Banerjee: 'আমিও চাই রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন, তাই মানুষের কাছে যাচ্ছি', জনসংযোগে অভিষেক-বার্তা
Abhishek Banerjee Rally: কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কলকাতা: কোচবিহার (Coochbehar) থেকে কাকদ্বীপ (Kakdwip), কাল থেকে শুরু তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি। কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কাল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন কী কী বললেন অভিষেক?
- আমিও চাই রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন
- তার জন্য চাই সঠিক প্রার্থী নির্বাচন
- সেইজন্যই মানুষের কাছে যাচ্ছি, সবার সহযোগিতা চাই
- আইন সবার উপরে, আইনের ঊর্ধ্বে কেউ নয়
- বিরোধী দলনেতা কী বলছেন, তার জবাব মানুষ দেবে
- বিরোধী দলনেতা আগে প্রার্থী ঠিক করুন
- না হলে আবার আদালতে ছুটতে হবে ভোট বিলম্ব করতে
এখানেই থেমে থাকেননি তিনি। নাম না নিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন, 'বিরোধীরা তো এইটুকু। ওদের নিজেদেরই দলের মধ্যে দল, তার মধ্যে উপদল লেগেই আছে। তৃণমূলকে দেখে বরং ওঁরা পঞ্চায়েত নির্বাচনে কোথায়, কাকে প্রার্থী নির্বাচন করবে সেই বিষয়টা ভেবে দেখুন। গণতন্ত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি, বিরোধী দলনেতা কেউ শেষ কথা নয়। শেষ কথা হল মানুষ। কর্মসূচী সার্থক না কী সেটা মানুষ বলবে। সময় অপচয় না করে গঠনমূলক কিছু করে বিজেপি পাশে থাকুক।'
এদিকে, অভিষেকের এই যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আগে রাজারা মাঝেমধ্যে শিকার করতে যেতেন, মাঝেমধ্যে বেড়াতে যেতেন লোকলস্কর নিয়ে। কার উন্নয়ন হচ্ছে বোঝা যাচ্ছে, পার্টির উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষের উন্নতি হচ্ছে না। সব জায়গায় দুর্নীতি, একশো দিনের টাকা থেকে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। সেই সব টাকায় এইসব করা হচ্ছে।' তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ দিলীপ ঘোষের।
আরও পড়ুন, মহাকাশে তারার বিস্ফোরণ, ছুটে আসছে ক্ষতিকারক রশ্মি! পৃথিবীতে মারাত্মক প্রভাবের আশঙ্কা
তৃণমূল সূত্রে খবর, আজ দিনহাটাতেই রাত্রিবাস করবেন অভিষেক। কাল থেকে দিদির দূত লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।