Abhishek in Murshidabad: হঠাৎ অসুস্থ দর্শক, মুর্শিদাবাদের সভায় বক্তৃতা থামিয়ে দিলেন অভিষেক, তার পর…
Abhishek Banerjee: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির মধ্যেই শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক।

বহরমপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হঠাৎ অসুস্থ এক ব্যক্তি। 'সুগার ফল' করে অসুস্থ হয়ে পড়েন তিনি। চোখের সামনে তা দেখে বক্তৃতা থামিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। ওই ব্যক্তিকে প্রথমে মিষ্টি খাওয়াতে বলেন তিনি। নিজের গাড়ি থেকে খাবার আনার পরামর্শও দেন। এর পর অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে বলেন। ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে ফের বক্তৃতা শুরু করেন অভিষেক। (Abhishek Banerjee)
মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির মধ্যেই শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক। রোড শো শেষ করে সাধারণ মানুষের উদ্দেশে বক্তৃতা শুরু করেন। SIR নিয়ে সেখানে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন তিনি। আর সেই বক্তৃতা চলাকালীনই হঠাৎ দর্শকাসনে নজর পড়ে অভিষেকের। কী হয়েছে জানতে চান। তাতেই জানতে পারেন একজন অসুস্থ হয়ে পড়েছেন। (Abhishek in Murshidabad)
বক্তৃতা চলাকালীনই হঠাৎ থেমে যান অভিষেক। "কী হয়েছে", জানতে চান প্রথমে। দর্শকদেরতরফে কিছু বলা হয় তাঁকে। এর পর অভিষেক বলেন, "জল দাও, জল দাও। একটু জল খাওয়াও। ওর সুগার ফল করেছে। একটা মিষ্টি কিছু দাও। দেখো আমার গাড়িতে থাকবে। একটা লজেন্স হলে দাও ইমিডিয়েট। তাড়াতাড়ি দাও। কোনও অসুবিধা নেই। ঠিক হয়ে যাবে।"
এর পর দলের কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, "এখানে অ্যাম্বুল্যান্স আছে? আমাদের কোনও অ্যাম্বুল্যান্স আছে এখানে? ব্যবস্থা করো, নিয়ে এসো।" এই আবহে কোলাহল শোনা যায় সভাস্থলে। অভিষেক প্রশ্ন করেন, "জ্ঞান রয়েছে? ভাই রাস্তা করে দাও। অ্যাম্বুল্যান্সটাকে আসতে দাও।" এর পরই রাস্তা ফাঁকা করতে নেমে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মঞ্চের উপর থেকেই ব্যবস্থাপনা দেখেন অভিষেক। বলেন, "উনি সুস্থ হয়ে যাবেন। চিন্তা করবেন না। অ্যাম্বুল্যান্স আছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।"
বহরমপুরে এদিন রোড শো করেন অভিষেক। সেখান থেকে বক্তৃতা করতে যান। বেলডাঙা নিয়ে মুর্শিদাবাদের মানুষকে সতর্কও করেন তিনি। কারও উস্কানিতে পা দিতে বারণ করেন। নিষেধ করেন আইন নিজের হাতে তুলে নিতে। এই অশান্তির নেপথ্যে বিজেপি এবং তাদের মদতপুষ্ট লোকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। বলেন, "আজ আমার সভায় আসার আগে বেলডাঙায় অশান্তির খবর পাই। গতকালও হয়েছে। দলের তরফে ফোন করে সভা করার দরকার নেই বলেছিলেন অনেকে। সকাল ১১টা থেকে কথা বলছি অনেকের সঙ্গে। খোঁজ নিয়ে দেখলাম, এই যে ঘটনাটি ঘটছে, তাতে ইন্ধন দিচ্ছে বিজেপি-র বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে। আমি যদি আজ এখানে না আসতাম, তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন দেখলাম এই ঘটনার পিছনে প্রত্যক্ষ ভাবে তাদের মদত ও ইন্ধন রয়েছে, যারা কোনও দিন মানুষের পাশে থাকেনি। একটা গদ্দার, একটা মিকজাফর, একটা বিজেপির ডামি প্রার্থীকে বিদায় দিয়েছেন আপনারা। আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে এক হতে হবে সকলকে। মুর্শিদাবাদে কোনও রকম ভাবে, কোনও বুথে যদি কেউ বিজেপি-র বিভাজনের রাজনীতির বীজ বপন করে বিভাজন তৈরি করে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে, আর বিজেপি শক্তিশালী হবে।" অভিষেক আরও বলেন, "আজ যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, ২০১৯ সালে বিজেপি-র প্রার্থী ছিল। বিজেপি-র সঙ্গে কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ শীঘ্রণ জনসমক্ষে আসবে। অপেক্ষা করুনষ আসল চেহারা খুব তাড়াতাড়ি জনগণের সামনে আসবে।"






















