Abhishek Banerjee: ‘অসুবিধা হলে আমাকে বলুন, প্রার্থী দাঁড় করিয়ে দেব’, বিরোধীদের বার্তা অভিষেকের
Panchayat Elections 2024: রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানে পঞ্চায়েত নির্বাচনের কথা উঠলে নিজের অবস্থান আরও একবার জানিয়ে দেন।
কলকাতা: আগের পঞ্চায়েত নির্বাচনের অশান্তি এখনও প্রশ্নের মুখে ফেলছে। তা নিয়ে বার বার নিজের অবস্থান স্পষ্ট জানিয়েছেন তিনি। দলের নেতা-কর্মীদেরও সেই মতো আশ্বস্ত করেছেন। কিন্তু তা-ও কাটছে না আশঙ্কার মেঘ। সেই আবহে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2024) আগে বিরোধীদের ফের বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রার্থী দাঁড় করানোর ক্ষেত্রে কোথাও, কোনও সমস্যা হলে, তাঁকে জানানোর কথা বললেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের বার্তা অভিষেকের
রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানে পঞ্চায়েত নির্বাচনের কথা উঠলে নিজের অবস্থান আরও একবার জানিয়ে দেন। অভিষেক বলেন, "অসুবিধা হলে আমাকে বলুন। আমি প্রার্থী দাঁড় করিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আগে প্রার্থী ঠিক করুন। দেখে নিন কে, কোথায় দাঁড়াবেন।"
তবে আশ্বাসের বাণী শোনা গেলেও, বিরোধীদের এ দিন তীব্র আক্রমণও করেন অভিষেক। নির্বাচনী লড়াইয়ে পেরে না উঠে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যমের একাংশ, ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূলকে পর্যুদস্ত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন। অভিষেকের বক্তব্য, "ক্ষমতা থাকলে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে, মানুষকে সংগঠিত করে লড়াই করুন। বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি,সিবিআই, কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলিকে একজোট করে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।"
বিরোধীদের এ দিন তীব্র আক্রমণও করেন অভিষেক
বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক আরও বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সিপিএম, কংগ্রেস, বিজেপি অলিখিত জোট। নামে আলাদা রাজনৈতিক দল সব। কংগ্রেস-সিপিএম তো কার্ত হাত মিলিয়েই নিয়েছে! আর একটি দল, নাম করছি না, তারও যোগসূত্র পাওয়া গিয়েছে বিজেপি-র সঙ্গে। তদন্ত চলছে। কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে মামলা। তাই মন্তব্য করছি না। এ ভাবে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে রুখতে চাইছে। কিন্তু মানুষ আগেও ওদের পরিকল্পনা বানচাল করে দিয়েছেন, আবারও করবেন।"
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে ইজরায়েলি সংস্থার পেগাসাস প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেই সময় নামগুলি সামনে এসেছিল, তাতে অভিষেকও ছিলেন। সেই নিয়েও এ দিন বিজেপি-কে একহাত নেন অভিষেক। বলেন, "পেগাসাস করেছে। আমার মোবাইল ট্যাপ করে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বিজেপি-র উপর থেকে নিচ, কোনও নেতা রেহাই পাবেন না। সকলে ফাঁসবেন। কিন্তু মোবাইল ট্যাপ করেও যদি ভোটে জিততে না পারে, এর থেকে অপদার্থ কে আছে!"