Abhishek Banerjee Update: ইডি-র দফতরে হাজার পাতার নথি জমা অভিষেকের, পাঠালেন ই-মেল মারফত
Abhishek Banerjee Update: ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।
প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) ইডি দফতরে নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। খবর সূত্রের। ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, এক হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছে। ই-মেল মারফত অভিষেক নথি জমা দিয়েছেন বলে খবর ইডি সূত্রে। এর আগে ইডি দাবি করে, কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় নথি জমা দেননি।
এক হাজার পাতার নথই জমা দিলেন অভিষেক
গত ২৯ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে যাননি তিনি। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয়বার সমন জারি করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Jhalda Murder: ফোনে লাগাতার হুমকি তপনকে! অডিয়ো ক্লিপ ঘিরে অস্বস্তির মধ্যেই আজ ঝালদা পুরবোর্ড গঠন
ইডি সূত্রে খবর, তদন্তকারীদের নজরে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাদের অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। ইডি-র দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
বার বার দিল্লিতে তলব অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে
এর আগে, অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি, সেই আবেদন খারিজ করে আদালত। এরপরই ফের দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সিবিআই এবং ইডি-র মতো সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার।