Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে আজ তৃণমূলের রাজভবন-অভিযান
TMC Rajbhawan Chalo: পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে রাজভবন।
কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্বে আজ তৃণমূলের রাজভবন-অভিযান। দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে রাজভবন (TMC Rajbhawan Chalo)।
তৃণমূলের রাজভবন-অভিযান: দিল্লির আঁচ এবার বাংলায়। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের কলকাতায় কৃষি ভবনের তুলকালামের রেশ এবার রাজভবনে? দিল্লির মাটি থেকেই 'রাজভবন চলো অভিযানে'র ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সেই কর্মসূচি। দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যাবে রাজভবন। কিন্তু, রাজ্যপাল সেখানে থাকছেন না। সূত্রের খবর,বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি সফর কাটছাঁট করে বৃহস্পতিবার সরাসরি উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল। এরপর উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন তিনি। রাজভবন সূত্রে খবর, বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যপাল। সেই রিপোর্ট রাজ্যপালের হাতে পৌঁছেছে। পাশাপাশি, সিকিমের পরিস্থিতি নিয়েও সেখানকার রাজ্যপালের সঙ্গে কথা বলেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, বন্যা পরিস্থিতি পরিদর্শনের পরে সন্ধেয় ফের বাগডোগরা থেকে দিল্লি যাবেন তিনি।
কী জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে দিল্লির কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে বার করে নিয়ে যায় পুলিশ। আর এই ঘটনা ঘিরে ধুন্ধুমার চেহারা নেয় রাজধানী। এদিন পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন, 'আজকের প্রতিবাদস্বরূপ দিল্লির মাটি থেকে ৫ অক্টোবর রাজভবন চলো অভিযানের ডাক দিচ্ছি। যাঁরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন, যেভাবে দিল্লির বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব। যে ৫০ লক্ষ চিঠি দিল্লি নিয়ে এসেছিলাম। সেই চিঠি নিয়ে যাব। ৫ অক্টোবর ১ লক্ষ লোক নিয়ে বেলা ৩টে নাগাদ তৃণমূল কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করব।'
আরও পড়ুন: Municipality Recruitment Case: পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি